2026 Kawasaki Versys 650 ভারতে লঞ্চ হল, দাম শুনলে চমকে যাবেন!

কাওয়াসাকি ভারতে নিয়ে এলো ২০২৬ মডেল ইয়ার এর ভার্সিস ৬৫০ (2026 Kawasaki Versys 650) অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল। এই আপডেটটা খুব বেশি বড় কিছু নয় –…

2026 Kawasaki Versys 650 launched

কাওয়াসাকি ভারতে নিয়ে এলো ২০২৬ মডেল ইয়ার এর ভার্সিস ৬৫০ (2026 Kawasaki Versys 650) অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল। এই আপডেটটা খুব বেশি বড় কিছু নয় – কোনো যান্ত্রিক বা ডিজাইনের বড় পরিবর্তন নেই। শুধু নতুন একটা আকর্ষণীয় কালার স্কিম যোগ হয়েছে, আর সেই সঙ্গে দামে সামান্য বাড়তি।

Advertisements

2026 Kawasaki Versys 650-তে নতুন ফিচার

নতুন মডেলে এসেছে একটা স্টাইলিশ গ্রে-ব্ল্যাক কালার স্কিম যার সঙ্গে সবুজ হাইলাইটস (মেটালিক গ্রাফাইট গ্রে / স্পার্ক ব্ল্যাক সহ গ্রিন অ্যাকসেন্ট – দেখতে দারুণ আধুনিক ও শার্প লাগে। এছাড়া দাম বেড়েছে ১৫,০০০ টাকা। এখন ভার্সিস ৬৫০-এর এক্স-শোরুম দাম দাঁড়িয়েছে ৮.৬৩ লাখ টাকা। বাকি সবকিছু একদম আগের মতোই রয়ে গেছে – যা এই বাইকটাকে এতটা জনপ্রিয় করে রেখেছে।

   

ইঞ্জিন ও পারফরম্যান্স

হৃদয়ে এখনও সেই প্রমাণিত ৬৪৯ সিসি লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন। এটি থেকে ৮,৫০০ আরপিএম ৬৬-৬৭ হর্সপাওয়ার এবং ৭,০০০ আরপিএম গতিতে ৬১ এনএম টর্ক উৎপন্ন করে। পাওয়ার যায় ৬-স্পিড গিয়ারবক্স দিয়ে – লং ট্যুরিংয়ের জন্য মসৃণ ও নির্ভরযোগ্য।

মোটরসাইকেলটিতে রয়েছে হাই-টেনসাইল স্টিলের টিউবুলার ডায়মন্ড ফ্রেম। সামনে ৪১ মিমি আপসাইড-ডাউন ফর্ক (রিবাউন্ড ও প্রিলোড অ্যাডজাস্টেবল), ১৫০ মিমি ট্রাভেল এবং পিছনে লেডাউন অফসেট মোনোশক (রিমোট প্রিলোড অ্যাডজাস্ট), ১৪৫ মিমি ট্রাভেল উপস্থিত। ব্রেকিংয়ের জন্য দেওয়া হয়েছে ৩০০ মিমি ডুয়েল ফ্রন্ট পেটাল ডিস্ক ও ডুয়েল-পিস্টন ক্যালিপার, পিছনে ২৫০ মিমি ডিস্ক। সেফটি ফিচার হিসাবে দেওয়া হয়েছে ডুয়েল-চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড। এছাড়া রয়েছে একজোড়া মোড সহ কাওয়াসাকি ট্র্যাকশন কন্ট্রোল (KTRC)।

ডাইমেনশন ও ফিচার

  • হুইলবেস: ১,৪১৫ মিমি
  • গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ১৭০ মিমি
  • সিট হাইট: ৮৪৫ মিমি
  • কার্ব ওজন: ২২০ কেজি
  • ফুয়েল ট্যাঙ্ক: ২১ লিটার (লং রাইডের জন্য পারফেক্ট)
  • চাকা: ১৭ ইঞ্চি অ্যালয়, ১২০/৭০ সামনে ও ১৬০/৬০ পিছনে

আধুনিক ফিচারের মধ্যে রয়েছে ৪.৩ ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে স্মার্টফোন কানেক্টিভিটি সহ, ইকোনমিক্যাল রাইডিং ইন্ডিকেটর, ডুয়াল থ্রটল ভাল্ভ – সব মিলিয়ে লং ডিসট্যান্স ট্যুরিংয়ের জন্য একদম আদর্শ। যারা হাইওয়ে ক্রুজিং, কম্ফর্ট আর নির্ভরযোগ্যতা চান, তাদের জন্য 2026 Kawasaki Versys 650 এখনও অসাধারণ। শুধু নতুন কালার আর সামান্য দাম বাড়লো – বাকি সব একদম অটুট।

Advertisements