কাওয়াসাকি ভারতে নিয়ে এলো ২০২৬ মডেল ইয়ার এর ভার্সিস ৬৫০ (2026 Kawasaki Versys 650) অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল। এই আপডেটটা খুব বেশি বড় কিছু নয় – কোনো যান্ত্রিক বা ডিজাইনের বড় পরিবর্তন নেই। শুধু নতুন একটা আকর্ষণীয় কালার স্কিম যোগ হয়েছে, আর সেই সঙ্গে দামে সামান্য বাড়তি।
2026 Kawasaki Versys 650-তে নতুন ফিচার
নতুন মডেলে এসেছে একটা স্টাইলিশ গ্রে-ব্ল্যাক কালার স্কিম যার সঙ্গে সবুজ হাইলাইটস (মেটালিক গ্রাফাইট গ্রে / স্পার্ক ব্ল্যাক সহ গ্রিন অ্যাকসেন্ট – দেখতে দারুণ আধুনিক ও শার্প লাগে। এছাড়া দাম বেড়েছে ১৫,০০০ টাকা। এখন ভার্সিস ৬৫০-এর এক্স-শোরুম দাম দাঁড়িয়েছে ৮.৬৩ লাখ টাকা। বাকি সবকিছু একদম আগের মতোই রয়ে গেছে – যা এই বাইকটাকে এতটা জনপ্রিয় করে রেখেছে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
হৃদয়ে এখনও সেই প্রমাণিত ৬৪৯ সিসি লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন। এটি থেকে ৮,৫০০ আরপিএম ৬৬-৬৭ হর্সপাওয়ার এবং ৭,০০০ আরপিএম গতিতে ৬১ এনএম টর্ক উৎপন্ন করে। পাওয়ার যায় ৬-স্পিড গিয়ারবক্স দিয়ে – লং ট্যুরিংয়ের জন্য মসৃণ ও নির্ভরযোগ্য।
মোটরসাইকেলটিতে রয়েছে হাই-টেনসাইল স্টিলের টিউবুলার ডায়মন্ড ফ্রেম। সামনে ৪১ মিমি আপসাইড-ডাউন ফর্ক (রিবাউন্ড ও প্রিলোড অ্যাডজাস্টেবল), ১৫০ মিমি ট্রাভেল এবং পিছনে লেডাউন অফসেট মোনোশক (রিমোট প্রিলোড অ্যাডজাস্ট), ১৪৫ মিমি ট্রাভেল উপস্থিত। ব্রেকিংয়ের জন্য দেওয়া হয়েছে ৩০০ মিমি ডুয়েল ফ্রন্ট পেটাল ডিস্ক ও ডুয়েল-পিস্টন ক্যালিপার, পিছনে ২৫০ মিমি ডিস্ক। সেফটি ফিচার হিসাবে দেওয়া হয়েছে ডুয়েল-চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড। এছাড়া রয়েছে একজোড়া মোড সহ কাওয়াসাকি ট্র্যাকশন কন্ট্রোল (KTRC)।
ডাইমেনশন ও ফিচার
- হুইলবেস: ১,৪১৫ মিমি
- গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ১৭০ মিমি
- সিট হাইট: ৮৪৫ মিমি
- কার্ব ওজন: ২২০ কেজি
- ফুয়েল ট্যাঙ্ক: ২১ লিটার (লং রাইডের জন্য পারফেক্ট)
- চাকা: ১৭ ইঞ্চি অ্যালয়, ১২০/৭০ সামনে ও ১৬০/৬০ পিছনে
আধুনিক ফিচারের মধ্যে রয়েছে ৪.৩ ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে স্মার্টফোন কানেক্টিভিটি সহ, ইকোনমিক্যাল রাইডিং ইন্ডিকেটর, ডুয়াল থ্রটল ভাল্ভ – সব মিলিয়ে লং ডিসট্যান্স ট্যুরিংয়ের জন্য একদম আদর্শ। যারা হাইওয়ে ক্রুজিং, কম্ফর্ট আর নির্ভরযোগ্যতা চান, তাদের জন্য 2026 Kawasaki Versys 650 এখনও অসাধারণ। শুধু নতুন কালার আর সামান্য দাম বাড়লো – বাকি সব একদম অটুট।


