11.69 লাখ টাকা মূল্যে ভারতে লঞ্চ হল 2026 Kawasaki Ninja ZX-6R

ভারতের স্পোর্টস বাইকপ্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এল Kawasaki। সংস্থা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে তাদের নতুন মডেল 2026 Kawasaki Ninja ZX-6R। যার এক্স-শোরুম দাম রাখা হয়েছে…

2026 Kawasaki Ninja ZX-6R Launched

ভারতের স্পোর্টস বাইকপ্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এল Kawasaki। সংস্থা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে তাদের নতুন মডেল 2026 Kawasaki Ninja ZX-6R। যার এক্স-শোরুম দাম রাখা হয়েছে 11.69 লাখ। আগের মডেলের তুলনায় এই দাম প্রায় 40,000 টাকা বেশি। যদিও প্রযুক্তিগত দিক থেকে কোনো পরিবর্তন নেই, তবে বাইকটির বড় আপডেট এসেছে এর নতুন রঙের স্কিমে।

2026 Kawasaki Ninja ZX-6R: নতুন লুক ও কালার অপশন

২০২৬ Ninja ZX-6R-এ দেওয়া হয়েছে একেবারে নতুন লাইম গ্রিন কালার এবং তার সঙ্গে এক সেট ফ্রেশ ডেকাল। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই বাইকটি এখন কেবল একটিই কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। নতুন রঙ এবং গ্রাফিক্স বাইকটিকে করেছে আরও স্পোর্টি ও প্রিমিয়াম।

   

ইঞ্জিন ও পারফরম্যান্স

এই মডেলেও থাকছে আগের মতোই 636cc ইনলাইন-ফোর সিলিন্ডার ইঞ্জিন, যা 127bhp শক্তি উৎপন্ন করে র‍্যাম এয়ার ইন্টেক সহ এবং 122bhp শক্তি দেয় ছাড়া। সর্বোচ্চ 69Nm টর্ক পাওয়া যায় 11,000rpm-এ। একেবারে টিপিক্যাল ইনলাইন-ফোর স্পোর্টস বাইকের মতোই, এই ইঞ্জিনও তার আসল শক্তি প্রকাশ করে উচ্চ রেভ রেঞ্জে। এর সঙ্গে যুক্ত রয়েছে ছয়-স্পিড গিয়ারবক্স, যেখানে থাকছে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। ফলে উচ্চ গতিতে বা হঠাৎ গিয়ার পরিবর্তনের সময় বাইক আরও স্থিতিশীল থাকে।

ইউরোপের বাজারে পা রাখতে চলেছে ভারতে নির্মিত বৈদ্যুতিক গাড়ি, বোঝাই হল জাহাজে

ফিচার ও রাইডিং মোড

প্রিমিয়াম স্পোর্টস বাইক হিসেবে 2026 Kawasaki Ninja ZX-6R-এ দেওয়া হয়েছে একাধিক উন্নত ফিচার। বাইকটিতে রয়েছে TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্লুটুথ কানেক্টিভিটি সহ, যা রাইডারদের জন্য নেভিগেশন থেকে শুরু করে কল-নোটিফিকেশন সব কিছু হাতের নাগালে পৌঁছে দেয়।

Advertisements

এছাড়া থাকছে ফোর-লেভেল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যা বিভিন্ন রাস্তার পরিস্থিতিতে গ্রিপ বাড়াতে সাহায্য করে। বাইকটিতে দেওয়া হয়েছে দুই ধরনের পাওয়ার মোড এবং একটি কুইকশিফটার, যা কেবল ক্লাচ ছাড়াই আপশিফট করতে সাহায্য করে।

রাইডিং এক্সপেরিয়েন্স আরও কাস্টমাইজ করার জন্য বাইকটিতে রয়েছে চারটি রাইডিং মোড – Sport, Road, Rain এবং Rider। প্রথম তিনটি মোড প্রিসেট থাকলেও, Rider মোড সম্পূর্ণ কাস্টমাইজেবল, যেখানে রাইডার চাইলে পাওয়ার লেভেল, ট্র্যাকশন কন্ট্রোল ও ABS ইন্টারভেনশন নিজের মতো করে সেট করতে পারবেন।

যদিও নতুন Ninja ZX-6R প্রযুক্তিগতভাবে আগের মডেলের মতোই, তবে এর নতুন রঙ এবং প্রিমিয়াম ফিচারগুলো এই বাইকটিকে আবারও স্পোর্টস বাইক প্রেমীদের নজরে এনে দিয়েছে। ভারতে যাদের মিড-রেঞ্জ সুপারস্পোর্ট বাইক কেনার ইচ্ছে রয়েছে, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক আকর্ষণীয় অপশন।

প্রসঙ্গত, 2026 Kawasaki Ninja ZX-6R তার শক্তিশালী পারফরম্যান্স, আধুনিক প্রযুক্তি ও নতুন স্টাইলিশ লুক নিয়ে ভারতীয় বাজারে আবারও প্রমাণ করল যে স্পোর্টস বাইকের জগতে Kawasaki এখনো অন্যতম শীর্ষস্থানীয় নাম।