2026 Kawasaki Ninja 1100SX ভারতে লঞ্চ হল! নতুন ভার্সনের দাম অপরিবর্তিত

কাওয়াসাকি ইন্ডিয়া তার ২০২৬ মডেল ইয়ারের আপডেটেড মোটরসাইকেল লঞ্চ করতে শুরু করেছে। নিনজা ৬৫০ ও ভার্সিস ৬৫০-এর পর এবার এলো নিনজা ১১০০এসএক্স-এর নতুন ভার্সন (2026…

2026 Kawasaki Ninja 1100SX Launched

কাওয়াসাকি ইন্ডিয়া তার ২০২৬ মডেল ইয়ারের আপডেটেড মোটরসাইকেল লঞ্চ করতে শুরু করেছে। নিনজা ৬৫০ ও ভার্সিস ৬৫০-এর পর এবার এলো নিনজা ১১০০এসএক্স-এর নতুন ভার্সন (2026 Kawasaki Ninja 1100SX)। এই স্পোর্ট-ট্যুরার বাইকটিতে যান্ত্রিক কোনো পরিবর্তন ঘটানো হয়নি। দামও অপরিবর্তিত রাখা হয়েছে – ১৪.৪২ লাখ টাকা (এক্স-শোরুম, ভারত)। পুরোনো ব্ল্যাক অ্যান্ড গ্রিনের সঙ্গে নতুন আকর্ষণীয় ব্ল্যাক অ্যান্ড গোল্ড কালার স্কিম যোগ হয়েছে।

Advertisements

পারফরম্যান্স ও ইঞ্জিন

হৃদয়ে রয়েছে সেই প্রমাণিত ১,০৯৯ সিসি লিকুইড-কুলড ইনলাইন ফোর-সিলিন্ডার ইঞ্জিন। এটি উৎপন্ন করে ১৩৬ এইচপি পাওয়ার এবং ১১৩ এনএম টর্ক। ইঞ্জিনটি হাই-রেভিংয়ের পরিবর্তে মিড-রেঞ্জে শক্তিশালী পাওয়ার দিতে ডিজাইন করা, যা লং ট্যুরিং ও রিয়েল-ওয়ার্ল্ড রাইডিংয়ের জন্য আদর্শ। এছাড়া এটি ই২০ ফুয়েল স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্ট। হার্ডওয়্যারের হিসাবে এতে রয়েছে –

   
  • অ্যালুমিনিয়াম ফ্রেম
  • সামনে ও পিছনে ফুলি অ্যাডজাস্টেবল শোয়া সাসপেনশন
  • টোকিকো (কাওয়াসাকি-ব্র্যান্ডেড) ক্যালিপার সহ ডুয়েল-চ্যানেল এবিএস

ইলেকট্রনিক্স ও ফিচার

২০২৫ মডেলের সব ফিচারই রয়ে গেছে। রয়েছে চারটি রাইডিং মোড – রেইন, রোড, স্পোর্ট ও রাইডার (ফুল কাস্টমাইজেবল)। এই মোডগুলো পাওয়ার ডেলিভারি, ট্র্যাকশন কন্ট্রোল, থ্রটল রেসপন্স ইত্যাদি অ্যাডজাস্ট করে।

  • ৪.৩ ইঞ্চি টিএফটি ডিসপ্লে স্মার্টফোন কানেক্টিভিটি সহ (রাইডোলজি অ্যাপ)
  • সিক্স-অ্যাক্সিস আইএমইউ – কর্নারিং এবিএস ও ট্র্যাকশন কন্ট্রোল সমর্থন করে
  • বাইডিরেকশনাল কুইকশিফটার – ক্লাচ ছাড়াই উপর-নিচ গিয়ার চেঞ্জ

প্রসঙ্গত, 2026 Kawasaki Ninja 1100SX-এর পুরোনো মডেলের মেটালিক কার্বন গ্রে কালারটা এখনও পাওয়া যাবে। কিন্তু নতুন ব্ল্যাক-গোল্ড ভ্যারিয়েন্টটা একদম ফ্রেশ লুক দিয়েছে। যারা লং-ডিসট্যান্স ট্যুরিংয়ের সঙ্গে স্পোর্টি পারফরম্যান্স চান, তাদের জন্য নিনজা ১১০০এসএক্স এখনও অসাধারণ। নতুন কালার দেখে মন ভরে যাবে।

Advertisements