2025 Tata Sierra নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। অফিসিয়াল বুকিং শুরু না হলেও দেশের বিভিন্ন ডিলারশিপে এখন আনঅফিসিয়াল বুকিং নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেকে নিজের পছন্দের গাড়িটি বুকিং করেও ফেলেছেন, যা এই আইকনিক SUV-র ব্যাপক জনপ্রিয়তার স্পষ্ট ইঙ্গিত দেয়।
2025 Tata Sierra-র আনঅফিসিয়াল বুকিং শুরু হয়েছে
Tata Motors এখনও অফিসিয়াল বুকিং ঘোষণা করেনি, কিন্তু ভারতজুড়ে বেশ কিছু সিলেক্টেড ডিলারশিপ আগেই অনঅফিসিয়াল বুকিং নিতে শুরু করেছে। এই বুকিংগুলি পরে অফিসিয়াল বুকিংয়ে রূপান্তর করা হবে বলে ডিলার সূত্রে জানা গেছে। যারা প্রথম ব্যাচের গাড়ি পেতে চান, তাদের জন্য অনঅফিসিয়াল বুকিং বড় সুবিধা এনে দিতে পারে।
ডিলারদের মতে, অনঅফিসিয়াল বুকিং অ্যামাউন্ট ডিলারভেদে 25000 টাকা থেকে 50000 টাকার মধ্যে রাখা হয়েছে। 2025 Tata Sierra-র আগাম চাহিদা দেখে অনেকেই এই পর্যায়েই বুকিং সম্পন্ন করছেন।
Also Read: Yamaha XSR 155 বনাম Royal Enfield Hunter 350: স্পেকস, পারফরম্যান্সের দৌড়ে কোনটি এগিয়ে
Tata Motors এখনও অফিসিয়াল বুকিং বা ডেলিভারির তারিখ জানায়নি, তবে বেশিরভাগ ডিলারের অনুমান—২০২৬-এর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ক্রেতাদের হাতে গাড়ি তুলে দেওয়া শুরু হবে। তবে মডেলটির জনপ্রিয়তা বিবেচনায় দীর্ঘ ওয়েটিং পিরিয়ড থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নতুন Sierra-র ইঞ্জিন অপশন
নতুন প্রজন্মের Tata Sierra তিনটি শক্তিশালী ইঞ্জিন অপশন নিয়ে বাজারে আসতে পারে। এর মধ্যে দুটি সম্পূর্ণ নতুন পেট্রোল ইউনিট। ভ্যারিয়েন্ট ও ট্রান্সমিশন সম্পর্কিত তথ্য লঞ্চের সময় প্রকাশ করা হবে।
- 1.5L Turbo Petrol (প্রায় 170 PS) – Sierra-র সঙ্গেই প্রথমবার ডেবিউ করছে
- 1.5L Naturally Aspirated Petrol (প্রায় 120 PS) – একদম নতুন ইউনিট
- 1.5L Turbo Diesel (118 hp) – বর্তমানে Curvv ও Nexon-এ ব্যবহৃত
25 নভেম্বর দাম ঘোষণা
টাটা মোটরস 25 নভেম্বর তারিখে নতুন Sierra-র দাম ঘোষণা করবে বলে জানা গিয়েছে। অনুমান করা হচ্ছে মূল্য থাকবে 10 লাখ থেকে 20 লাখ টাকার মধ্যে। কঠিন প্রতিযোগিতার বাজারে SUV-টি টেক্কা দেবে Hyundai Creta, Maruti Victoris, Grand Vitara, Toyota Hyryder, Kia Seltos, Honda Elevate, Skoda Kushaq এবং Volkswagen Taigun-এর মত মডেলগুলির সঙ্গে।
আইকনিক Sierra-র বড়সড় প্রত্যাবর্তন
2025 Tata Sierra ভারতীয় গাড়ি বাজারে একসময় আইকনিক SUV হিসেবে পরিচিত ছিল। আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী ইঞ্জিন অপশনের সমন্বয়ে নতুন Sierra আবারও বাজারে সাড়া ফেলতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগেই অনঅফিসিয়াল বুকিং শুরু হওয়া এই মডেলের জনপ্রিয়তার প্রমাণ। Tata Motors-এর তরফে আরও আপডেট আসার অপেক্ষায় রয়েছেন ক্রেতারা।


