Renault India অবশেষে তাদের জনপ্রিয় MPV Triber-এর ফেসলিফট ভার্সন (2025 Renault Triber Facelift) ভারতের বাজারে লঞ্চ করল। ২০২৫ সালের এই আপডেটেড মডেলটি ডিজাইন ও ফিচারে উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে এসেছে। নতুন Renault Triber Facelift-এর এক্স-শোরুম প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৬.৩০ লাখ এবং এর টপ ভ্যারিয়েন্টের মূল্য ৯.১৭ লাখ পর্যন্ত পৌঁছাচ্ছে।
2025 Renault Triber Facelift-তে নতুন ডিজাইন ও স্টাইলিংয়ের ছোঁয়া
2025 Renault Triber Facelift ফেসলিফটে প্রথম নজরকাড়া পরিবর্তন দেখা যায় সামনের অংশে। সম্পূর্ণ নতুন ডিজাইনের গ্রিল, যাতে রয়েছে কালো রঙের তির্যক স্ল্যাট ও মাঝখানে নতুন Renault ডায়মন্ড লোগো, এই প্রথম ভারতের কোনও Renault গাড়িতে এই নতুন লোগো ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট বাম্পার হয়েছে আগের থেকে অনেক বড় এবং আগ্রাসী, এতে বড় এয়ার ইনটেক যুক্ত হয়েছে। হেডল্যাম্প ক্লাস্টারে যুক্ত হয়েছে নতুন LED DRL, যা রাতের বেলায় গাড়িটিকে আলাদা করে তোলে।
পিছনের অংশেও এসেছে দৃশ্যমান পরিবর্তন। সেখানে দেখা যায় কালো অ্যাপ্লিকে প্যানেল যা দুই টেলল্যাম্পকে সংযুক্ত করেছে। টেলল্যাম্পগুলির ডিজাইনেও পরিবর্তন এসেছে। রিয়ার বাম্পারে সিলভার অ্যাকসেন্ট যুক্ত হয়েছে। পাশাপাশি নতুন ডিজাইনের অ্যালয় হুইল গাড়ির সামগ্রিক লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
Mahindra XUV 3XO-এর AX5 ভ্যারিয়েন্ট ২০ হাজার সস্তা হল, কেনার কথা ভাবছেন?
ইন্টেরিয়রে আধুনিকতার ছোঁয়া
গাড়ির অভ্যন্তরেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। Triber Facelift-এ নতুন ডিজিটাল কনসোল এবং উন্নত ইনফোটেইনমেন্ট সিস্টেম যুক্ত হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয়, তিনটি সারিতে বসার সুবিধা এই মডেলেও বজায় রাখা হয়েছে, যা এটিকে ভারতের বাজারে একমাত্র সাত সিটের সাব-কমপ্যাক্ট গাড়ি হিসেবে তুলে ধরে। কেবিনে নতুন ফেব্রিক উপহোলস্টারি ও উন্নত ইনটেরিয়র ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যা যাত্রীদের প্রিমিয়াম ফিল দেবে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
Triber Facelift-এর ইঞ্জিন বিভাগে কোনও পরিবর্তন আনা হয়নি। এটি আগের মতোই ১.০ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনে চলে, যা ৭১ বিএইচপি শক্তি ও ৯৬ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনের সঙ্গে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও AMT অপশন উপলব্ধ থাকবে, যা শহুরে ট্রাফিক ও হাইওয়ে ড্রাইভ উভয় ক্ষেত্রেই ভালো পারফরম্যান্স দেবে।
Renault-এর এই গাড়ির প্রত্যক্ষ কোনও প্রতিদ্বন্দ্বী বাজারে নেই। Maruti Ertiga ও Toyota Rumion-এর মতো MPV গাড়িগুলি তুলনামূলক অনেকটাই বেশি দামের। তবে দামের দিক থেকে Triber প্রতিযোগিতা দিচ্ছে Tata Punch, Hyundai Exter, Maruti Swift ও Baleno-এর মতো গাড়িগুলিকে। তাই যারা বাজেটের মধ্যে একটি মাল্টি-পারপাস ও স্টাইলিশ গাড়ির সন্ধানে রয়েছেন, তাঁদের কাছে Triber Facelift হতে পারে একটি উপযুক্ত পছন্দ।
প্রসঙ্গত, 2025 Renault Triber Facelift তার আকর্ষণীয় ডিজাইন, আপগ্রেডেড ফিচার ও সাতটি সিটের সুবিধা নিয়ে বাজেট-সচেতন ভারতীয় গ্রাহকদের জন্য একটি আদর্শ MPV হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন লুক ও দাম অনুযায়ী এটি বাজারে ভালো সাড়া ফেলবে বলেই মনে করা হচ্ছে।