ভারতের সাব-কমপ্যাক্ট SUV সেগমেন্টে Renault Kiger বরাবরই গ্রাহকদের কাছে জনপ্রিয়। এবার সেই SUV-ই এসেছে আরও নতুন রূপে। কোম্পানি লঞ্চ করেছে 2025 Renault Kiger, যার দাম শুরু হচ্ছে ৬.২৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। টার্বো-পেট্রোল ভ্যারিয়েন্টের দাম ৯.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। যদিও এই নতুন মডেলের টপ-ট্রিম আগের ভার্সনের তুলনায় প্রায় ৬,০০০ টাকা বেশি দামে এসেছে। তুলনামূলকভাবে, একই প্ল্যাটফর্মে তৈরি Nissan Magnite-এর বেস ভ্যারিয়েন্টের দামের থেকে Kiger প্রায় ১৫,০০০ বেশি।
2025 Renault Kiger: ভ্যারিয়েন্ট ও দাম
এই ফেসলিফ্ট মডেলে Renault নতুন ভ্যারিয়েন্ট স্ট্রাটেজি এনেছে। এর বেস ভ্যারিয়েন্ট Authentic-এর দাম ৬.২৯ লাখ, তার উপরে Evolution ভ্যারিয়েন্টের দাম ৭.০৯ লাখ। Techno ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৮.৯ লাখে, আর Emotion ভ্যারিয়েন্টের মূল্য ৯.১৪ লাখ। এগুলো সবই নন-টার্বো পেট্রোল ইঞ্জিন ভ্যারিয়েন্ট।
টার্বো পেট্রোল রেঞ্জ শুরু হচ্ছে Techno ট্রিম দিয়ে, যার CVT গিয়ারবক্স ভ্যারিয়েন্টের দাম ৯.৯৯ লাখ। অন্যদিকে Emotion ট্রিম-এর দাম রাখা হয়েছে ৯.৯৯ লাখ থেকে ১১.২৯ লাখ পর্যন্ত। তবে মনে রাখতে হবে, এগুলো সবই ইন্ট্রোডাক্টরি প্রাইস, যা শুধুমাত্র ফেস্টিভ সিজনের জন্য উপলব্ধ।
ফেসলিফট হওয়ায় 2025 Kiger-এ এসেছে কিছু সূক্ষ্ম পরিবর্তন। সামনে দেওয়া হয়েছে নতুন ডিজাইনের ফ্রন্ট বাম্পার, যার মধ্যে বসানো হয়েছে LED হেডলাইট ও LED ফগল্যাম্প। তবে DRL লাইটের পজিশন অপরিবর্তিত রয়েছে। সাইড প্রোফাইলে এসেছে ১৬-ইঞ্চি নতুন অ্যালয় হুইলস, পিছনে তেমন বড় পরিবর্তন নেই। তবে এবার যুক্ত হয়েছে একটি নতুন কালার অপশন – ওয়েসিস ইয়েলো।
ভারতে আসছে BYD Atto 2 ইলেকট্রিক এসইউভি, লঞ্চের আগে জোরকদমে চলছে টেস্টিং
ফিচার ও কেবিন আপগ্রেড
কেবিনে রয়েছে নতুন ড্যাশবোর্ড লেআউট, যার সঙ্গে আছে ৮-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এটি ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সাপোর্ট করে। কেবিনে যুক্ত হয়েছে নতুন Noir এবং Cool Grey থিম।
সবচেয়ে বড় আপগ্রেড হল – এখন Kiger-এ দেওয়া হচ্ছে ভেন্টিলেটেড ফ্রন্ট সিটস, যা তার প্রতিদ্বন্দ্বী Nissan Magnite-এ নেই। এছাড়াও রয়েছে মাল্টিভিউ ক্যামেরা, অটো হেডল্যাম্প, অটো ওয়াইপার। সেফটির জন্য গাড়িতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ এবং ২১টি অ্যাকটিভ ও প্যাসিভ সেফটি ফিচার, যার মধ্যে আছে হিল হোল্ড অ্যাসিস্ট ও টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম।
ইঞ্জিন অপশন
ইঞ্জিনের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হয়নি। 2025 Renault Kiger-এ থাকবে আগের মতোই ১.০ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যা ৭১ bhp ও ৯৬ Nm টর্ক উৎপাদন করে। এর সঙ্গে দেওয়া হয়েছে ৫-স্পিড ম্যানুয়াল ও AMT গিয়ারবক্স অপশন। টার্বো ভ্যারিয়েন্টে রয়েছে ১.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা ৯৮ bhp ও ১৬০ Nm টর্ক জেনারেট করে। এর সঙ্গে দেওয়া হয়েছে ৫-স্পিড ম্যানুয়াল ও CVT গিয়ারবক্স। এছাড়াও নন-টার্বো ইঞ্জিন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে CNG অপশন, তবে সেটি কেবল ম্যানুয়াল গিয়ারবক্সে উপলব্ধ। প্রসঙ্গত, 2025 Renault Kiger এবার আরও স্টাইলিশ ডিজাইন, প্রিমিয়াম কেবিন ও উন্নত ফিচার নিয়ে প্রতিদ্বন্দ্বীদের টক্কর দিতে প্রস্তুত।