2025 Maruti Suzuki Ertiga নতুন ফিচার ও ডিজাইনে লঞ্চ হল, এখন আরও আকর্ষণীয়

ভারতের জনপ্রিয় এমপিভি (মাল্টি পারপাস ভেহিকেল) সেগমেন্টে আরও একবার নতুন মাত্রা যোগ করল মারুতি সুজুকি আর্টিগা (2025 Maruti Suzuki Ertiga)। কোম্পানি নীরবেই ২০২৫ সংস্করণটি বাজারে…

2025 Maruti Suzuki Ertiga launched

ভারতের জনপ্রিয় এমপিভি (মাল্টি পারপাস ভেহিকেল) সেগমেন্টে আরও একবার নতুন মাত্রা যোগ করল মারুতি সুজুকি আর্টিগা (2025 Maruti Suzuki Ertiga)। কোম্পানি নীরবেই ২০২৫ সংস্করণটি বাজারে নিয়ে এসেছে। যদিও বড় কোনো পরিবর্তন হয়নি, তবে নতুন কিছু ফিচার এবং ছোটখাটো কসমেটিক আপডেট গাড়িটিকে গ্রাহকদের কাছে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলবে বলেই আশা।

2025 Maruti Suzuki Ertiga-তে নতুন ফিচারের সংযোজন

2025 Maruti Suzuki Ertiga-র অন্যতম পরিবর্তন দেখা গিয়েছে দ্বিতীয় সারির এসি ভেন্টে। আগে এগুলি ছাদের ওপর অবস্থান করত, কিন্তু এখন সেগুলিকে স্থানান্তর করে কেন্দ্রীয় কনসোলের পিছনে বসানো হয়েছে। এটি দেখতে যেমন পরিচিত, তেমনি অন্য মডেলগুলোর মতো একই সেটআপ ব্যবহার করায় কোম্পানির খরচ ও সময় বাঁচবে। যদিও কিছু ক্রেতা একে আগের তুলনায় সামান্য ডাউনগ্রেড মনে করতে পারেন।

   

Maruti Suzuki Victoris আত্মপ্রকাশ করল, এরিনা ডিলারশিপে নতুন ফ্ল্যাগশিপ SUV

তৃতীয় সারিতে বসা যাত্রীদের জন্য এখন দেওয়া হয়েছে আলাদা এয়ার ভেন্ট ও ব্লোয়ার কন্ট্রোল। এর ফলে দীর্ঘ যাত্রাতেও পেছনের যাত্রীরা আরও আরামদায়ক অভিজ্ঞতা পাবেন। এছাড়া নতুন মডেলে সংযোজন করা হয়েছে USB টাইপ-C পোর্ট, যেখানে দ্বিতীয় সারির যাত্রীদের জন্য দুটি এবং তৃতীয় সারির যাত্রীদের জন্য আরও দুটি পোর্ট দেওয়া হয়েছে। আধুনিক যাত্রীদের চার্জিং প্রয়োজন মেটাতে এই আপডেট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কসমেটিক আপডেট

ডিজাইনের দিক থেকে কোনো বড় পরিবর্তন না এলেও, মারুতি নতুন আর্টিগার পিছনের স্পয়লারকে নতুনভাবে সাজিয়েছে। নতুন স্পয়লারটিতে দু’পাশে বাড়তি প্রোট্রুডিং ইউনিট দেওয়া হয়েছে, যা এমপিভির রিয়ার প্রোফাইলকে আরও স্পোর্টি এবং আকর্ষণীয় করে তুলেছে। তবে এর বাইরে আর কোনো কসমেটিক পরিবর্তন দেখা যায়নি।

Advertisements

ইঞ্জিন ও পারফরম্যান্স

ইঞ্জিনে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই এটি আসছে ১.৫-লিটার, ফোর-সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন সহ, যা সর্বোচ্চ ১০২ বিএইচপি শক্তি এবং ১৩৬ এনএম টর্ক উৎপাদন করে। এর পাশাপাশি গ্রাহকদের জন্য CNG ভ্যারিয়েন্টের অপশনও রাখা হয়েছে, যা আর্টিগাকে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে আরও কার্যকরী করে তুলছে।

২০২৫ মারুতি সুজুকি আর্টিগা বাজারে এসেছে ₹৯.১২ লাখ থেকে ₹১৩.৪০ লাখ এক্স-শোরুম মূল্যে। এই দামের পরিসর অনুযায়ী আর্টিগা এখনও পরিবারের জন্য সাশ্রয়ী এবং ব্যবহারিক এমপিভি হিসেবে জনপ্রিয়তা ধরে রাখবে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, 2025 Maruti Suzuki Ertiga তেমন কোনো বড় পরিবর্তন না আনলেও ব্যবহারিক কিছু নতুন ফিচার এবং হালকা কসমেটিক আপডেটের কারণে গ্রাহকদের কাছে নিঃসন্দেহে আকর্ষণীয় হয়ে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় সারির যাত্রীদের জন্য আলাদা ভেন্ট ও চার্জিং পোর্ট আরাম ও সুবিধা বাড়াবে, আর নতুন স্পয়লার গাড়ির স্টাইলকে দেবে নতুন মাত্রা। পারিবারিক ব্যবহারের জন্য বাজেট-বান্ধব এই এমপিভি আগামীতেও ভারতীয় বাজারে জনপ্রিয়তা ধরে রাখবে বলেই আশা করা যায়।