ভারতে এল 2025 Kawasaki Versys-X 300, দামে বিরাট চমক!

2025 Kawasaki Versys-X 300 arrives in India

কাওয়াসাকি তাদের জনপ্রিয় অ্যাডভেঞ্চার-ট্যুরার মোটরসাইকেল 2025 Kawasaki Versys-X 300 ভারতে নিয়ে এল। মজার বিষয়, নতুন মডেলের দাম রাখা হয়েছে ৩.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম), যা আগের মডেলের সমান। এবারের আপডেটে সবচেয়ে বড় পরিবর্তন হলো নতুন কালো ও লাইম-গ্রীন ডুয়াল-টোন কালার অপশন, যেখানে বাকি সবকিছু আগের মতোই রয়ে গেছে। ডিজাইন ছাড়া হার্ডওয়্যার, ইঞ্জিন বা ফিচারে কোনও পরিবর্তন আসেনি।

Advertisements

2025 Kawasaki Versys-X 300-এর নতুন কালার স্কিম

প্রথমত, নতুন কী এসেছে তা বলতে গেলে, কাওয়াসাকি এবার কেবলমাত্র মোটরসাইকেলের লুক ও কালার স্কিমে পরিবর্তন এনেছে। নতুন ব্ল্যাক-অ্যান্ড-গ্রীন লিভারিতে সংযোজিত হয়েছে রিফ্রেশড গ্রাফিক্স, যা বাইকটিকে আরও স্পোর্টি ও প্রিমিয়াম চেহারা দিয়েছে। কিন্তু চ্যাসিস, ইঞ্জিন বা ইলেকট্রনিক ফিচারে কোনও নতুন আপডেট দেওয়া হয়নি।

   

দ্বিতীয়ত, ইঞ্জিন ও মেকানিক্যাল সেটআপের দিক থেকে, Versys-X 300 একই ২৯৬ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন ব্যবহার করছে, যা ছয়-গিয়ারবক্স ও অ্যাসিস্ট-অ্যান্ড-স্লিপার ক্লাচের সঙ্গে যুক্ত। বাইকটিতে সামনের দিকে ১৯ ইঞ্চি ও পিছনের দিকে ১৭ ইঞ্চি স্পোক হুইল ব্যবহার করা হয়েছে, যেখানে টিউব টাইপ টায়ার দেওয়া আছে। ট্যুরিং কমফোর্টের জন্য রয়েছে লং-ট্রাভেল টেলিস্কোপিক ফর্ক ও ইউনিট্র্যাক মনোশক সাসপেনশন সেটআপ। এই সাসপেনশন ও হুইল কম্বিনেশন বাইকটিকে শহর ও হাইওয়ে দু’ জায়গাতেই আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দেয়।

ফিচার

তৃতীয়ত, ফিচার দিক থেকে Versys-X 300 বেশ সাধারণ। এখানে কোনো রাইডিং মোড, ট্র্যাকশন কন্ট্রোল বা ব্লুটুথ কানেক্টিভিটি নেই। বাইকটি একটি সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল সহ আসে, যেখানে এনালগ ট্যাচ রাখার মাধ্যমে ক্লাসিক ট্যুরিং অনুভূতি বজায় রাখা হয়েছে। তবে নিরাপত্তার জন্য ডুয়াল-চ্যানেল ABS যুক্ত আছে। এর সঙ্গে রয়েছে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, যা গিয়ার শিফটকে আরও মসৃণ করে তোলে। এর লং-ট্রাভেল সাসপেনশন ও আপরাইট রাইডিং পজিশন দীর্ঘ দূরত্বে রাইডারকে সর্বোচ্চ আরাম দেয়।

চতুর্থত, টার্গেট রাইডার গ্রুপের কথা বললে, Versys-X 300 এমন সব রাইডারদের জন্য আদর্শ যারা টুইন-সিলিন্ডার মোটরসাইকেল চান কিন্তু আধুনিক ইলেকট্রনিক রাইডিং এইডের ঝামেলা পছন্দ করেন না। এই বাইকটি দীর্ঘ পথ ভ্রমণ ও আরামদায়ক ট্যুরিং অভিজ্ঞতার জন্য তৈরি, যেখানে অপ্রয়োজনীয় টেকনোলজিক্যাল ফিচারের পরিবর্তে সরলতা ও রিলায়েবিলিটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর ইরগোনমিক ডিজাইন ও সাসপেনশন সেটআপ মিশ্র রাস্তায় (অনরোড ও অফরোড) ভালো নিয়ন্ত্রণ দেয়, ফলে এটি নতুন অ্যাডভেঞ্চার রাইডারদের জন্যও উপযুক্ত বিকল্প হতে পারে।

Advertisements

Also Read: রাত পোহালেই লঞ্চ হচ্ছে 2025 Hyundai Venue, কী ফিচার থাকছে?

পঞ্চমত, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তুলনায়, Versys-X 300 এখনো আকর্ষণীয় একটি প্রস্তাব। যদিও KTM 390 Adventure বা Royal Enfield Himalayan 450-এর মতো বাইকগুলোতে বেশি ফিচার পাওয়া যায়, তবে সেগুলো সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিনে চলে। অন্যদিকে, Versys-X 300 তার স্মুথ টুইন-সিলিন্ডার ইঞ্জিন ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য আলাদা জায়গা তৈরি করেছে। যারা দীর্ঘ ভ্রমণ ও রিফাইন্ড রাইডিং এক্সপেরিয়েন্স চান কিন্তু অতিরিক্ত টেকনোলজির প্রয়োজন মনে করেন না, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি প্র্যাকটিক্যাল ও ব্যালান্সড অ্যাডভেঞ্চার বাইক।

প্রসঙ্গত, 2025 Kawasaki Versys-X 300 ভারতে ট্যুরিং ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি নিখুঁত পছন্দ হয়ে উঠছে—সরল, শক্তিশালী ও নির্ভরযোগ্য রাইডিং পার্টনার হিসেবে।