হুন্ডাইয়ের সবচেয়ে জনপ্রিয় কমপ্যাক্ট SUV মডেল Venue এবার আসছে নতুন অবতারে। আগামীকাল অর্থাৎ ৪ নভেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে 2025 Hyundai Venue, যা ব্র্যান্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। দীর্ঘদিন ধরে কমপ্যাক্ট SUV সেগমেন্টে স্থিতিশীল পারফর্মার হিসেবে থাকা Venue এবার আরও প্রিমিয়াম ডিজাইন, উন্নত টেকনোলজি ও আধুনিক ফিচার নিয়ে হাজির হচ্ছে। নতুন এই Venue-র মূল লক্ষ্য Tata Nexon, Maruti Suzuki Brezza এবং Kia Sonet-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে তার অবস্থান আরও মজবুত করা।
2025 Hyundai Venue : মঙ্গলবার লঞ্চ হচ্ছে
প্রথমত, নতুন হুন্ডাই ভেন্যু-এর সম্ভাব্য দাম নিয়ে কথা বললে ধারণা করা হচ্ছে এর দাম শুরু হবে প্রায় ৮ লাখ টাকা থেকে এবং শীর্ষ ভ্যারিয়েন্টের দাম পৌঁছাতে পারে ১৩ লাখ টাকা পর্যন্ত (এক্স-শোরুম)। বর্তমান মডেলের তুলনায় এটি সামান্য বেশি দামি, তবে এতে অনেক নতুন ফিচার ও উন্নত ডিজাইন থাকছে। নতুন Venue মডেলটি আসছে HX সিরিজ নামক নতুন ভ্যারিয়েন্ট নামকরণে, যেমন HX2, HX4, HX5, HX6, HX6T, HX7, HX8 এবং HX10। এর মধ্যে HX2 হবে বেস মডেল এবং HX10 থাকবে সবচেয়ে প্রিমিয়াম ফিচার সহ টপ-এন্ড ট্রিম হিসেবে। প্রতিটি ভ্যারিয়েন্টে ভিন্ন ইঞ্জিন ও গিয়ারবক্স অপশন পাওয়া যাবে। HX2-এর দাম থাকবে ৮ লাখ টাকার কাছাকাছি এবং HX10 ভ্যারিয়েন্টের দাম পৌঁছাতে পারে প্রায় ১৩ লাখ টাকার সীমায়।
ডিজাইন ও ফিচার
দ্বিতীয়ত, ডিজাইন ও এক্সটেরিয়র পরিবর্তন নিয়েও বড় আপডেট আসছে। নতুন Venue আগের তুলনায় আরও ধারালো ও আধুনিক ফ্রন্ট ফেসিয়া পেয়েছে, সঙ্গে নতুন গ্রিল ডিজাইন, আপডেটেড LED লাইট সিগনেচার ও নতুন বাম্পার স্টাইল। হুন্ডাইয়ের নতুন ডিজাইন ভাষা অনুসারে এর বডি কনট্যুর আরও মসৃণ এবং উচ্চতর ভ্যারিয়েন্টগুলিতে বড় অ্যালয় হুইল অপশন থাকছে। কেবিনেও এসেছে পরিবর্তন—ড্যাশবোর্ডে ক্লিনার লাইন, উন্নত ম্যাটেরিয়াল ফিনিশ এবং মাঝারি থেকে টপ ভ্যারিয়েন্টে ডুয়াল ১২.৩ ইঞ্চি ডিসপ্লে থাকবে যা প্রিমিয়াম টাচ এনে দেবে। রঙের দিক থেকেও থাকবে ছয়টি মনোটোন ও দুটি ডুয়াল-টোন এক্সটেরিয়র অপশন।
তৃতীয়ত, ফিচার আপগ্রেড দিকেও Hyundai Venue এবার এক ধাপ এগিয়েছে। নতুন মডেলে পাওয়া যাবে ডুয়েল ১২.৩ ইঞ্চি স্ক্রিন সেটআপ (ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও ইনফোটেইনমেন্ট), ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে, উন্নত সেফটি কিট যার মধ্যে থাকবে অন্তত ৬টি এয়ারব্যাগ ও Level-2 ADAS সাপোর্ট। পাশাপাশি, থাকবে ভেন্টিলেটেড সিট, ইলেকট্রিক বা প্যানোরামিক সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস চার্জিং ও একাধিক USB পোর্ট। বেস মডেলগুলিতে থাকবে মৌলিক ফিচারগুলো, কিন্তু HX7 থেকে HX10 পর্যন্ত ট্রিমগুলিতে থাকবে উন্নত প্রযুক্তি ও বিলাসবহুল ফিচার প্যাকেজ।
Also Read: Himalayan 450 Rally Raid অফ-রোডের সংজ্ঞা বদলাতে আসছে, জানুন বিস্তারিত
ইঞ্জিন
চতুর্থত, ইঞ্জিন ও পারফরম্যান্স সেকশনেও Venue আগের মতোই নির্ভরযোগ্য ইঞ্জিন অপশন ধরে রাখছে। এখানে থাকছে ১.২ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল, ১.০ লিটার টার্বো পেট্রোল (ম্যানুয়াল বা DCT অপশনসহ) এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন নির্দিষ্ট ভ্যারিয়েন্টে। তবে নতুনত্ব হলো—কিছু ভ্যারিয়েন্টে, যেমন HX5 বা HX10-এ প্রথমবারের মতো ডিজেল-অটোমেটিক অপশন দেওয়া হতে পারে। পারফরম্যান্স সংখ্যা আগের মতোই থাকবে, তবে রিফাইনমেন্ট ও ড্রাইভিং এক্সপেরিয়েন্স আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, 2025 Hyundai Venue হবে এমন একটি SUV যা আগের প্রজন্মের তুলনায় আরও প্রিমিয়াম, টেকনোলজিক্যালি অ্যাডভান্সড ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতা দেবে। হুন্ডাইয়ের এই নতুন প্রজন্মের ভেন্যু ভারতে কমপ্যাক্ট SUV মার্কেটে নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে।


