বড়দিনের উৎসবের রেশ কাটার সঙ্গেই বছরও শেষ হয়ে যাবে। এদিকে নতুন বছরে বেচাকেনা বাড়িয়ে নিতে তৎপরতা দেখাচ্ছে বিভিন্ন অটোমোবাইল কেম্পানি। যার মধ্যে অন্যতম হোন্ডা (Honda)। Activa 125 ও SP 125-এর পর এবারে Honda Unicorn-এর নতুন ভার্সন লঞ্চ করল জাপানি সংস্থাটি। যার দাম রাখা হয়েছে ১,১৯,৪৮১ টাকা (এক্স-শোরুম)। তাৎপর্যপূর্ণ বিষয়, আসন্ন OBD2B নির্গমনবিধি পালনকারী ইঞ্জিন দেওয়া হয়েছে বাইকটিতে।
Royal Enfield Classic 650 শীঘ্রই লঞ্চ হচ্ছে এদেশে, রিপোর্টের দাবি ঘিরে উন্মাদনা তুঙ্গে
2025 Honda Unicorn লঞ্চ হল
আপডেটের ফলে মোটরসাইকেলটির দাম আগের চাইতে ৮,১৮০ টাকা বৃদ্ধি পেয়েছে। পূর্বে Honda Unicorn-এর দাম ছিল ১,১১,৩০১ টাকা। নতুন মডেলটির সামনের অংশে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে যুক্ত হয়েছে নতুন এলইডি হেডল্যাম্প, যা ক্রোম অ্যাকসেন্ট দিয়ে সজ্জিত। যদিও মোটরসাইকেলের বাকি ডিজাইন আগের মডেলের মতোই রাখা হয়েছে। তবে এটি এখন তিনটি নতুন রঙে উপলব্ধ – পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং রেডিয়েন্ট রেড মেটালিক। পূর্ববর্তী পার্ল সাইরেন ব্লু রঙটি এই নতুন সংস্করণে বাদ দেওয়া হয়েছে।
ফিচারের দিক থেকে 2025 Honda Unicorn-এ যুক্ত হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যা গিয়ার পজিশন ইন্ডিকেটর, ইকো ইন্ডিকেটর এবং সার্ভিস ডিউ ইন্ডিকেটরের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করতে সক্ষম। এছাড়াও, এতে একটি ইউএসবি (USB) টাইপ-সি চার্জিং পোর্ট যুক্ত করা হয়েছে। যা যাত্রাপথে মোবাইল বা অন্যান্য ডিভাইস চার্জ করার জন্য বেশ উপযোগী।
৫০,০০০ টাকা ছাড়ে কিনুন বাইক, বছরের শেষে বিএমডব্লিউ দিচ্ছে সুবর্ণ সুযোগ
2025 Unicorn-এ ব্যবহৃত হয়েছে একটি আপডেটেড ১৬২.৭১ সিসি, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। OBD2B নিয়মাবলী মেনে তৈরি। এই ইঞ্জিনটি আগের মডেলের তুলনায় সামান্য বেশি পাওয়ার এবং টর্ক উৎপ পালনকারী ইঞ্জিনটি ১৩ বিএইচপি এবং ১৪.৫৮ এনএম টর্ক উৎপন্ন করে। মোটরসাইকেলটিতে পাঁচ-গতির গিয়ারবক্স যুক্ত রয়েছে। এটি যাত্রাপথে মসৃণ অভিজ্ঞতা প্রদান করবে।
২০২৫ শুরু করুন নতুন বাইকে চেপে! কাওয়াসাকি আনল দারুণ ডুয়েল স্পোর্ট মডেল
Honda Unicorn ভারতীয় মোটরসাইকেল বাজারে দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় নাম। নতুন আপডেট এবং ফিচারের সংযোজনের মাধ্যমে Honda আরও একবার প্রমাণ করলো যে তারা গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের মোটরসাইকেল আপডেট করতে প্রস্তুত। বলার অপেক্ষা রাখে না নতুন Unicorn লঞ্চের মাধ্যমে Honda ভারতীয় বাইকপ্রেমীদের আরও আধুনিক এবং প্রযুক্তিসম্পন্ন একটি বাইক উপহার দিল।