2025 Honda Livo ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে হোন্ডা (Honda) তাদের এই মোটরসাইকেলটির ছবি প্রকাশ করেছিল। কমিউটার বাইকটির দাম ৮৩,০৮০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। সস্তার এই মডেলের নয়া ভার্সন লঞ্চের ফলে স্বভাবতই মধ্যবিত্ত ক্রেতাদের মুখে হাসি ফুটেছে। সবচেয়ে বড় আপডেট হিসাবে এই বাইক OBD 2B নির্গমন বিধি মেনে হাজির হয়েছে। দুই ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। টপ মডেলে ডিস্ক এবং বেস ভ্যারিয়েন্ট ড্রাম ব্রেক পেয়েছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে Livo-তে যুক্ত হয়েছে একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
2025 Honda Livo খুঁটিনাটি
2025 Honda Livo ড্রাম ও ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। এগুলির দাম যথাক্রমে ৮৩,০৮০ টাকা ও ৮৫,৮৭৮ টাকা (এক্স-শোরুম)। পূর্বসূরি মডেলের তুলনায় যথাক্রমে ১৪২৯ টাকা ও ২২৭ টাকা বেশি মূল্যে হাজির হয়েছে। কমলা স্ট্রাইপের সঙ্গে পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ব্লু স্ট্রাইপের সাথে পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং পার্ল সাইরেন কালার অপশনে হাজির হয়েছে বাইকটি।
এই মোটরসাইকেলের ১০৯.৫১ সিসি ইঞ্জিন থেকে ৭,৫০০ আরপিএমে ৮.৬৭ বিএইচপি এবং ৫,৫০০ আরপিএমে ৯.৩০ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনটি ওবিডি-২বি নির্গমন পালন করবে। চার ধাপ গিয়ার রয়েছে। হোন্ডা লিভোর সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিজনে হাইড্রোলিক শক অ্যাবজর্বার উপস্থিত। সামনের চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ১৩০ মিমি ড্রাম ব্রেক পাওয়া যাবে।
ফিচারের প্রসঙ্গে বললে, নতুন হোন্ডা লিভো বাইকে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে যা পুরনো ডিজি-অ্যানালগ ইউনিটকে প্রতিস্থাপিত করেছে। এটি রিয়েল-টাইম মাইলেজ ইন্ডিকেটর সহ নানা রিডআউট অফার করবে। পাশাপাশি, আগের মতো সার্ভিস ডিউ ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সেন্সরের দেখা মিলবে।