ডুকাটি (Ducati) ভারতের বাজারে তাদের জনপ্রিয় সুপারস্পোর্টস মোটরসাইকেল লঞ্চ করল। নাম – 2025 Ducati Panigale V4। দাম শুনলে চমকে যাবেন। বাইকটির ২০২৫ মডেলের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম ২৯.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। আবার এর উন্নততর V4 S ভ্যারিয়েন্টের দাম জানলে চক্ষু চড়ক গাছ হতে পারে। যা কিনা ৩৬.৫০ লাখ টাকা (এক্স-শোরুম)। এই দামে অনায়াসেই দু’তিনটি SUV কেনা যায়। চলুন বাইকটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
2025 Ducati Panigale V4 ডিজাইনে নতুনত্ব
2025 Panigale V4-এর ডিজাইনে একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন মডেলটি আগের চেয়ে বেশি শার্প, আক্রমণাত্মক ও আকর্ষণীয়। নতুন এলইডি হেডলাইট, সাইড ফেয়ারিং-এ ইন্টিগ্রেটেড উইংলেট ও নতুন ডিজাইনের টেল-লাইট ডিজাইনকে আরও স্পোর্টি লুক দিয়েছে।
শক্তিশালী ইঞ্জিন
নতুন Panigale V4 ১,১০৩ সিসি V4 ইঞ্জিন দ্বারা চালিত। যা ২১৪ বিএইচপি শক্তি (১৩,৫০০ আরপিএম-এ) এবং ১২০.৯ এনএম টর্ক (১১,২৫০ আরপিএম-এ) উৎপন্ন করতে সক্ষম। বাইকটিতে সিক্স-স্পিড গিয়ারবক্স এবং স্ট্যান্ডার্ড কুইকশিফটার সংযুক্ত রয়েছে, যা দ্রুত গতির জন্য সহায়ক।
এই মোটরসাইকেলে নতুন ডাবল-সাইডেড সুইংআর্ম যুক্ত করা হয়েছে, যা যান্ত্রিক গ্রিপ ও স্থিতিশীলতা বাড়ায়। এছাড়া ফ্রন্ট ফ্রেমের ল্যাটারাল স্টিফনেস ৪০ শতাংশ কমানো হয়েছে, তবে অনুভূমিক স্টিফনেস অপরিবর্তিত রাখা হয়েছে। V4 S ভ্যারিয়েন্টটি আরও উন্নত Ohlins ইলেকট্রনিক সাসপেনশন (তৃতীয় প্রজন্ম) সহ এসেছে। সামনে NPX-30 প্রেসারাইজড ফর্ক এবং পিছনে TTX36 মোনোশক ব্যবহার করা হয়েছে, যা স্পোর্টি রাইডিং অভিজ্ঞতা উন্নত করবে।
উন্নত ব্রেকিং সিস্টেম ও ইলেকট্রনিক ফিচার
নতুন 2025 Ducati Panigale V4-এ Brembo Hypure ক্যালিপার ব্রেকিং হার্ডওয়্যার সংযোজন করা হয়েছে, যা আরও উন্নত ব্রেকিং পারফরম্যান্স দেবে। এছাড়া, এতে বিভিন্ন রাইড মোড, ট্র্যাকশন কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক সেটিংস সহ একাধিক উন্নত ইলেকট্রনিক ফিচার দেওয়া হয়েছে। বাইকের নতুন ৬.৯ ইঞ্চির TFT ডিসপ্লে থেকে সমস্ত সেটিংস নিয়ন্ত্রণ করা যাবে। BMW S 1000 RR-এর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামবে এই সুপারবাইক।