ভারতীয় বাইকপ্রেমীদের একঘেয়েমি দূর করতে সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন সংস্করণের জাওয়া ৪২ (Jawa 42)। মোটরসাইকেলটির দাম রাখা হয়েছে ১.৭৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর ইঞ্জিন ও ডিজাইনে তাৎপর্যপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। অগস্টের মাঝামাঝিতে এসে কোম্পানি এর ১৪টি রঙে উপলব্ধ হওয়ার খবর শোনালো। যা আসংখ্য ক্রেতার মন উদ্বেলিত করেছে। চলুন সেগুলি জেনে নেওয়া যাক।
2024 Jawa 42-এর নতুন কালার অপশন
২০২৪ জাওয়া ৪২-এ নতুন ৬টি কালার অপশন যোগ করা হয়েছে। আগেকার ৮টি পেইন্ট শেডের বিক্রি জারি রাখবে বলে জানিয়েছে সংস্থা। নয়া কালার অপশনগুলি হল – ভেগা হোয়াইট, অ্যাস্টেরয়েড গ্রে, ভয়েজার রেড, ওডিসি ব্ল্যাক, সেলেস্টিয়াল কপার ম্যাট এবং নেবুলা ব্লু।
বাকি রঙের বিকল্পগুলি হচ্ছে – ওরিয়ন রেড ম্যাট, সিরিয়াস হোয়াইট ম্যাট, অল স্টার ব্ল্যাক ম্যাট, ইনফিনিটি ব্ল্যাক ম্যাট, স্টারশিপ ব্লু, কসমিক কার্বন এবং কসমিক রক। ইয়েদি মোটরসাইকেলের দাবি, তারা তাদের নতুন জাওয়া ৪২-এর ইঞ্জিনে পরিবর্তন ঘটিয়েছে। তাই এটি আগের তুলনায় আরও ভালো পারফরম্যান্স দেবে। ২৯৪ সিসি, J-প্যান্থার, লিকুইড-কুল্ড মোটরটি থেকে ২৭ বিএইচপি শক্তি এবং ২৬.৮৪ এনএম টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ার এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।
5-ডোর থার লঞ্চ করে চমক মাহিন্দ্রার, ঘোষিত হল বুকিং ও ডেলিভারির দিনক্ষণ
ডিজাইনের দিক থেকে জাওয়া ৪২ একটি মডার্ন রেট্রো গোত্রের বাইক। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Royal Enfield Hunter 350 ও Honda CB350RS। এদিকে ২০২৪-এর মধ্যে ইয়েজদি জাওয়া মোটরসাইকেলস তাদের ডিলাশিপের সংখ্যা ৫০০-র বেশিতে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে।