সাগরে কুবেরের ধনের সন্ধান! বদলে যাবে ভারতের অর্থনীতি

ভারতের অর্থনীতির দিগন্তে নতুন সূর্যোদয়! আন্দামান সাগরে মিলতে চলেছে কুবেরের ধন—বিশাল অশোধিত তেলের ভাণ্ডার! এমনই আশাবাদী কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ সিং পুরি।…

India’s $20 Trillion Economic Leap Hinges on Massive Andaman Sea Oil Find

ভারতের অর্থনীতির দিগন্তে নতুন সূর্যোদয়! আন্দামান সাগরে মিলতে চলেছে কুবেরের ধন—বিশাল অশোধিত তেলের ভাণ্ডার! এমনই আশাবাদী কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ সিং পুরি। সম্প্রতি ‘দ্য নিউ ইন্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী জানিয়েছেন, “এটা শুধু সময়ের অপেক্ষা, খুব শীঘ্রই আমরা আন্দামান সাগরে (Andaman Sea Oil) গায়ানার মতো এক বিশাল তেলের খনি আবিষ্কার করতে চলেছি।”

Advertisements

Read Hindi: समंदर में मिला कुबेर का खजाना! भारत की बदलेगी आर्थिक तस्वीर

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ২০১৬ সালের আগে দেশের জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে কার্যত কোনও গতি ছিল না। কিন্তু সেই ছবিটা বদলেছে মোদী সরকারের নতুন নীতিমালার মাধ্যমে।

বিপ্লব জ্বালানি অনুসন্ধানে:
ভারতের তিন কোটি পঁচাশ লাখ বর্গকিমি সেডিমেন্টারি বেসিনের মধ্যে এক কোটি বর্গকিমি এলাকা ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য। ওপেন অ্যাকরেজ লাইসেন্সিং পলিসির (OALP) আওতায় ৯ নম্বর রাউন্ডে এই বিশাল এলাকা নিলামে তোলা হয়েছে।

অনুশীলনের ফলাফল:
সরকারি সংস্থা ONGC ইতিমধ্যেই রেকর্ড ৫৪১টি কূপ খনন করেছে FY24-এ, যার মধ্যে ১০৩টি অনুসন্ধানমূলক ও ৪৩৮টি উন্নয়নমূলক। খরচ হয়েছে ₹৩৭,০০০ কোটিরও বেশি।

নতুন আইন, নতুন আশা:
৭৫ বছরের পুরনো আইনকে সংস্কার করে আনা হয়েছে “অয়েল ফিল্ডস রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল”। এতে স্পষ্ট করা হয়েছে পেট্রোলিয়াম ও অন্যান্য খনিজের সীমা, বন্ধ করা হয়েছে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, এবং সহজতর হয়েছে লাইসেন্স ও NOC প্রাপ্তির প্রক্রিয়া। মন্ত্রী পুরি বিশ্বাস করেন, এই আবিষ্কার ভারতকে ৩.৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি থেকে একলাফে ২০ ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে পারে।