সেনসেক্স, নিফটির পাশাপাশি পতন এবার HDFC Bank- এর স্টকে

রকেট গতিতে উত্থান হয়েছিল সেনসেক্স-নিফটির। লাভের মুখ দেখবেন বলে টাকা ঢেলেছিলেন অনেক বিনিয়োগকারীরাই। এরপর এদিন সূচকে পতন দেখা গেল। আজ সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক…

sensex low 2

রকেট গতিতে উত্থান হয়েছিল সেনসেক্স-নিফটির। লাভের মুখ দেখবেন বলে টাকা ঢেলেছিলেন অনেক বিনিয়োগকারীরাই। এরপর এদিন সূচকে পতন দেখা গেল। আজ সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 0.33 শতাংশ অথবা 260.31 পয়েন্ট হ্রাস পেয়ে দাঁড়ায় 79789.36। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় 0.23 শতাংশ অথবা 56.60 পয়েন্ট নিম্নগামী হয়ে দাঁড়ায় 24245.55 -এর স্তরে।

তবে নিফটি মিডক্যাপ 100 এবং নিফটি স্মলক্যাপ 100 -এর সূচক প্রায় 0.28 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। এদিকে সেক্টরগুলির মধ্যে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি মেটাল, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি কনজাম্পশন, নিফটি সার্ভিস সেক্টরের সূচকে পতন লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে, সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি পিএসই, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকগুলি। 

   

রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করুন, মিলবে ফুলে ফেঁপে ওঠা রিটার্ন

এদিন বাজারের লাভের তালিকায় ছিল BEML, ডেটা প্যাটার্নস (ইন্ডিয়া), রেমন্ড, রেল বিকাশ নিগম, কোচিন শিপইয়ার্ড, সোয়ান এনার্জি, গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি, ভারত ডায়নামিক্স, ইরকন ইন্টারন্যাশনাল, এবং লক্ষ্মী অর্গ্যানিক ইন্ডাস্ট্রিজের স্টক। তবে ক্ষতির মুখে পড়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, মেডপ্লাস হেলথ সার্ভিসেস, টিউব ইনভেস্টমেন্টস অফ ইন্ডিয়া, গ্রিন্ডওয়েল নর্টঅন, আরবিএল ব্যাঙ্ক, রেডিংটন, অ্যাফল (ইন্ডিয়া), ব্রিগেড এন্টারপ্রাইজেস, বাজাজ হোল্ডিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইমামির স্টকে। তাই বিনিয়োগকারীদের এবার অনেক ভাবনার সাথে সিদ্ধান্ত নিতে হবে বিনিয়োগ করার ক্ষেত্রে।