ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে Reliance Jio এবং Airtel সবসময়ই একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত থাকে। জিও সাধারণত কম দামে বেশি সুবিধা দেওয়ার জন্য পরিচিত হলেও এবার এয়ারটেল নিয়ে এসেছে এমন একটি প্ল্যান যা জিওর থেকেও সস্তা। মাত্র ১,৭২৯ টাকার প্রিপেড প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা পাচ্ছেন Netflix Basic, Zee5 Premium এবং Xstream Play Premium সাবস্ক্রিপশনের পাশাপাশি প্রায় ১৭ হাজার টাকার Perplexity Pro AI অ্যাক্সেস একেবারে ফ্রি। অন্যদিকে জিওর ১,৭৯৯ টাকার প্ল্যানেও থাকছে একাধিক দারুণ সুবিধা।
এয়ারটেলের ১,৭২৯ টাকার প্ল্যান
এয়ারটেলের এই প্রিপেড প্ল্যানটি ৮৪ দিনের ভ্যালিডিটির সঙ্গে অফার করা হচ্ছে। প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটার সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস। সবচেয়ে বড় আকর্ষণ হলো এই প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন Netflix Basic সাবস্ক্রিপশন, যার মাধ্যমে মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ এবং স্মার্ট টিভি-তে কনটেন্ট স্ট্রিম করা যাবে। এছাড়াও Airtel গ্রাহকরা পাচ্ছেন Disney+ Hotstar Super এবং Zee5 Premium-এর সাবস্ক্রিপশন। এর সঙ্গে Xstream Play Premium-এর সুবিধাও থাকছে। উল্লেখযোগ্য বিষয় হলো এই প্ল্যানে ১৭,০০০ টাকা মূল্যের Perplexity Pro AI অ্যাক্সেসও একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে, যা এই প্ল্যানকে আরও বিশেষ করে তুলেছে।
জিওর ১,৭৯৯ টাকার প্ল্যান
জিওর ১,৭৯৯ টাকার প্রিপেড প্ল্যানটিও ৮৪ দিনের ভ্যালিডিটি নিয়ে আসছে। এখানে প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হচ্ছে এবং যোগ্য গ্রাহকরা আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা তো থাকছেই। বিনোদনের জন্য এই প্ল্যানে রয়েছে Netflix Basic সাবস্ক্রিপশন এবং JioHotstar-এর ফ্রি অ্যাক্সেস। পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন JioTV এবং Jio Cloud AI স্টোরেজে ৫০ জিবি স্পেস, যা ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণের বাড়তি সুবিধা দিচ্ছে।
Jio গ্রাহকদের জন্য খুশির খবর, ফ্রি-তে মিলছে Netflix ও Amazon Prime
কোন প্ল্যানটি বেশি লাভজনক?
যেখানে জিও ১,৭৯৯ টাকার প্ল্যানে বেশি ডেটা ও অতিরিক্ত ক্লাউড স্টোরেজ দিচ্ছে, সেখানে Airtel মাত্র ১,৭২৯ টাকায় Netflix, Zee5 Premium, Disney+ Hotstar Super এবং Perplexity Pro AI অ্যাক্সেস একসঙ্গে দিচ্ছে। ফলে যারা বেশি ডেটা চান তাদের জন্য জিওর প্ল্যানটি ভালো, আর যারা এন্টারটেইনমেন্ট ও প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দিকে বেশি ঝুঁকছেন তাদের জন্য এয়ারটেলের প্ল্যান হতে পারে সেরা পছন্দ।