কৃষকদের জন্য বড় আপডেট! ২১তম PM-Kisan কিস্তির আগে সম্পূর্ণ করুন e-KYC

PM-KISAN 20th Installment June 2025: Application Process, Eligibility, e-KYC Guide

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ২টায় প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পের ২১তম কিস্তি কৃষকদের একাউন্টে সরাসরি হস্তান্তর করবেন। কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ বার দেশের ৯ কোটিরও বেশি কৃষক এই আর্থিক সহায়তা পাবেন।

Advertisements

এর আগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জম্মু ও কাশ্মীরের কৃষকদের সাহায্য করতে কেন্দ্র আগাম কিস্তি প্রদান করেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ৭ অক্টোবর রাজ্যের ৮.৫ লাখ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ১৭০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে।
PM-Kisan: বছরে তিন কিস্তিতে মোট ৬,০০০ টাকা সহায়তা:
PM-Kisan প্রকল্পের আওতায় যোগ্য কৃষকেরা বছরে ৬,000 টাকা পান, যা তিন কিস্তিতে ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়—
এপ্রিল-জুলাই,
আগস্ট-নভেম্বর,
ডিসেম্বর-মার্চ,
প্রতিটি কিস্তির পরিমাণ ২,০০০ টাকা।

   

ই-KYC বাধ্যতামূলক:
কিস্তি পাওয়ার জন্য কৃষকদের ই-KYC আপডেট করা বাধ্যতামূলক। PM-Kisan-এর অফিসিয়াল পোর্টালে জানানো হয়েছে—
“PMKISAN-এ রেজিস্টার্ড কৃষকদের জন্য eKYC বাধ্যতামূলক। OTP ভিত্তিক eKYC পোর্টালে উপলব্ধ, আর বায়োমেট্রিক eKYC নিকটস্থ CSC সেন্টারে করা যাবে।”
নিবন্ধিত কৃষক কীভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন?
যাঁরা অনলাইনে বা CSC-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন, তাঁরা সহজেই নিজের আবেদন অনুমোদিত হয়েছে কি না তা যাচাই করতে পারবেন—
1. ভিজিট করুন: pmkisan.gov.in
2. FARMERS CORNER-এ যান।
3. ‘Status of Self Registered Farmer/CSC Farmers’-এ ক্লিক করুন।
4. আধার নম্বর ও ক্যাপচা দিয়ে স্ট্যাটাস চেক করুন।

Advertisements

কে PM-Kisan-এর জন্য যোগ্য?
২১তম কিস্তি পেতে কৃষকের—
ভারতীয় নাগরিক হতে হবে,
নিজের নামে চাষযোগ্য জমি থাকতে হবে,
ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে,
মাসে ১০,000 টাকার বেশি পেনশন পাওয়া যাবে না,
আয়কর রিটার্ন দাখিল করা যাবে না,
প্রাতিষ্ঠানিক জমির মালিক হওয়া যাবে না।
QR কোড স্ক্যান করে নতুন রেজিস্ট্রেশন:

নতুন কৃষকেরা অনলাইনে পোর্টালের মাধ্যমে বা অফলাইনে CSC-তে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া সরকারের প্রকাশিত QR কোড স্ক্যান করেও সরাসরি রেজিস্ট্রেশনের লিঙ্কে প্রবেশ করা যাবে।