আলিবাবার খেল! ‘রক্তাক্ত ট্রাম্প’ টি-শার্ট বানিয়ে চিনের বিপুল ব্যবসা

কারোর সর্বনাশ, কারোর লাভের মাস! গুলি খেয়ে মরতে মরতে বাঁচা ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) রক্তাক্ত ছবি দিয়ে টি শার্ট বানিয়ে বিলিয়ন বিলিয়ন রোজগার করল চিন!…

After Donald Trump Shooting T-Shirts Go On Sale In China

কারোর সর্বনাশ, কারোর লাভের মাস! গুলি খেয়ে মরতে মরতে বাঁচা ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) রক্তাক্ত ছবি দিয়ে টি শার্ট বানিয়ে বিলিয়ন বিলিয়ন রোজগার করল চিন! মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য নিজের বেঁচে যাওয়াকে অলৌকিক বলেছেন। তিনি জনসভায় গুলিবিদ্ধ হন। গুলিতে তাঁর কান ফুটো হয়ে গেছে। হামলাকারী নিহত।

জানা যাচ্ছে, শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ভাষা ট্রাম্প গুলিতে আহত হওয়ার দু ঘণ্টার মধ্যেই তাঁর রক্তাক্ত ছবি দিয়ে টি-শার্ট ছাপিয়ে ফেলে চিনের একটি সংস্থা। সেই টি-শার্ট বিক্রি হচ্ছে হটকেকের মত।

   

ট্রাম্পের উপর সেই হামলার পরেই আলিবাবা মালিকানাধীন একটি জনপ্রিয় চিনা ই-কমার্স প্ল্যাটফর্ম টি-শার্ট বিক্রি করার উদ্যোগ নেয়। সেই টি শার্টের বুকে রয়েছে অল্পের জন্য বেঁচে যাওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের মুখের ছবি।

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণার পথে ইমরান খানের ‘তেহরিক-ই-ইনসাফ’! বড় ঘোষণা শেহবাজের মন্ত্রীর

রয়টার্সের ভিডিওতে দেখা যায়, সমাবেশে মঞ্চে উঠে ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিচ্ছেন। হঠাৎ গুলির শব্দ মঞ্চে বসে পড়েন ট্রাম্প। সিক্রেট সার্ভিসের রক্ষীরা ঘিরে ধরেন। একটু পর ট্রাম্পের রক্তাক্ত মুখমণ্ডলের ছবি ছড়িয়ে পড়ে। এই সময় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত তুলে বলে ওঠেন, ফাইট, ফাইট, ফাইট। বিশ্বজুড়ে ট্রাম্পের সেই মুষ্টিবদ্ধ হাত তোলার ছবি ছড়িয়ে পড়েছে।

টি-শার্ট প্রস্তুতকারী সংস্থাটির অন্যতম কর্ণধার লি জিনওয়েই  জানিয়েছেন, তারা ট্রাম্পের ওপর হামলার একটি ছবি ডাউনলোড করেন। এরপর ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির সহায়তায় দ্রুত টি-শার্টের উপর ছবিটি ছাপানো সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ট্রাম্পের ওপর হামলার পরেই এই বিষয়ে টি-শার্ট চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের প্রায় ২ হাজার জন আবেদন করেন। আমরা তাদের জন্য দ্রুতই টি-শার্টটি প্রস্তুত করি। তার পরই অনলাইনে ওই টি-শার্টগুলো বিক্রির জন্য ছেড়ে দিলে হু হু করে বিক্রি হতে শুরু করে।