দীপাবলির পর আবার বাজারে উচ্ছ্বাস, সামনে উৎসবের ভিড়ে নতুন ব্যবসার সম্ভাবনা

After Diwali festivities, traders eye Bhai Dooj, Chhath, long wedding season for business vibrancy

দীপাবলির বিপুল উৎসব ও রেকর্ড বিক্রির পর ফের দেশজুড়ে উৎসবের আবহে সরগরম বাজার। ব্যবসায়ী ও ট্রেড সংগঠনগুলোর দাবি, গোবর্ধন পূজা, ভাইদূত, ছট্‌ ও তুলসী বিবাহকে ঘিরে দেশের খুচরো বাজারে আবারও ব্যবসায়িক উচ্ছ্বাস তৈরি হয়েছে। এর পরেই আসছে দীর্ঘ বিবাহ মরশুম, যা বাজারে নতুন প্রাণ ঢেলে দেবে বলে আশা প্রকাশ করেছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)।

Advertisements

গোবর্ধন পূজায় বাড়তি বিক্রি, দেবোত্তর বাজার জমজমাট:
দীপাবলির পরপরই আজ দেশজুড়ে পালিত হচ্ছে গোবর্ধন পূজা। ভক্তরা শ্রীকৃষ্ণকে ৫৬ ভোগ নিবেদনসহ প্রাচীন আচার পালন করছেন। গোবর দিয়ে গোবর্ধন পর্বতের প্রতিকৃতি তৈরির ঐতিহ্য এ বছরও জাঁকজমকপূর্ণ ভাবে দেখা গেছে। CAIT জানিয়েছে, এ উপলক্ষে থালা, ধূপ-দীপ, ঘি, দুধ-দই, চন্দন, ফুলের মালা, পোশাক, মাটির প্রদীপ এবং সাজসজ্জার সামগ্রীর বিক্রি ব্যাপক বেড়েছে। পাশাপাশি দেশজুড়ে আনন্দের সঙ্গে পালিত হয়েছে অন্নকূট উৎসবও।

ভাইফোঁটা ও ছট্‌ পূজায় বাজারে রঙিন চাহিদা:
আগামী ২৩ অক্টোবর ভাইফোঁটা উপলক্ষে ইতিমধ্যেই বাজারে উচ্ছ্বাস স্পষ্ট। মিষ্টি, শুকনো ফল, উপহার সামগ্রী, গয়না, পোশাক, ঘড়ি, গিফট বক্স, মোবাইল অ্যাক্সেসরিজ ও তিলক সামগ্রীর বিক্রি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। একই সময়ে ২৭–২৮ অক্টোবরের ছট্‌ পূজাকে সামনে রেখে আখ, নারকেল, ফল, বাঁশের ঝাঁপি, মাটির প্রদীপ, শাড়ি, ব্রোঞ্জ ও পিতলের পাত্র এবং পূজার সামগ্রীর উঁচু চাহিদা ব্যবসায়িদের মুখে হাসি ফুটিয়েছে।

Advertisements

তুলসী বিবাহেও তুঙ্গে প্রস্তুতি:
শ্রাবণ থেকে কার্তিক পর্যন্ত দীর্ঘ উৎসব পর্বের শেষ আয়োজন হিসেবে ২ নভেম্বর পালিত হবে তুলসী বিবাহ। এই উৎসবকে ঘিরে তুলসী গাছ, প্রদীপ, শাড়ি, শঙ্খ, বাসনপত্র, পুজোর থালি, ফুল ও সাজসজ্জার সামগ্রীর জোগান বাড়িয়েছে ব্যবসায়ীরা। CAIT-এর দাবি, উৎসবকেন্দ্রিক বাজার এখনও দীপাবলির রেশ বহন করছে, এবং মানুষের আগ্রহ “ভোকাল ফর লোকাল” অভিযানের প্রতি আরও জোরদার হচ্ছে।

এবার লক্ষ্য বিপুল বিবাহ মরশুম, বিক্রিতে নতুন রেকর্ডের আশা:
১ নভেম্বর দেব উঠনি একাদশীর পর থেকেই শুরু হবে দীর্ঘ বিবাহ মৌসুম, যা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। CAIT-এর হিসাব অনুযায়ী, এই সময়ে দেশজুড়ে লক্ষ লক্ষ বিয়ে অনুষ্ঠিত হবে, যা আবারও বাজারে দীপাবলির মতো ক্রেতাস্রোত ফিরিয়ে আনবে। স্বর্ণ-রূপো, গয়নাগাটি, পোশাক, ইলেকট্রনিক্স, আসবাব, উপহার, ক্যাটারিং, হোটেল, বিউটি এবং সজ্জা শিল্পে রেকর্ড ব্যবসার আশা করছেন ব্যবসায়ীরা। সংগঠনের দাবি, এই বিবাহ মরশুমেই ব্যবসা ৫ লক্ষ কোটি টাকা অতিক্রম করতে পারে, যা অর্থনীতিতে বড়সড় গতি যোগ করবে।