HomeBusinessতৃতীয় কিস্তি জমা নিয়ে বিভ্রান্তি? জেনে নিন কারা ট্যাক্স দেবেন

তৃতীয় কিস্তি জমা নিয়ে বিভ্রান্তি? জেনে নিন কারা ট্যাক্স দেবেন

- Advertisement -

আর্থিক বছর ২০২৫-২৬–এর তৃতীয় কিস্তির অগ্রিম কর (Advance Tax) জমার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। নির্ধারিত সময়ে এই কর না দিলে আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী সুদ ও জরিমানার মুখে পড়তে হতে পারে। অনেকেই মনে করেন কর শুধুমাত্র রিটার্ন দাখিলের সময় দিতে হয়, কিন্তু প্রকৃতপক্ষে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বছরজুড়েই নির্দিষ্ট সময়ে কর পরিশোধ করাই অগ্রিম করের মূল উদ্দেশ্য।

অগ্রিম কর কী?
যদি কোনও করদাতার বার্ষিক করদায়িত্ব থেকে TDS বাদ দেওয়ার পরও ১০,০০০ টাকার বেশি বকেয়া থেকে যায়, তবে তাঁকে অগ্রিম কর দিতে হয়। এই কর বছরে চার কিস্তিতে ভাগ করা:
১৫ জুন: মোট করের ১৫%
১৫ সেপ্টেম্বর: মোট ৪৫% (সামগ্রিক)
১৫ ডিসেম্বর: মোট ৭৫% (সামগ্রিক)
১৫ মার্চ: মোট ১০০% (সম্পূর্ণ)
অর্থাৎ, ১৫ ডিসেম্বরের মধ্যে করদাতাকে অনুমানিক মোট করদায়ের তিন-চতুর্থাংশ জমা দিতে হবে।

   

কারা অগ্রিম কর দেবেন?
অগ্রিম কর শুধু ব্যবসায়ী বা উচ্চ আয়কারীদের জন্য নয়। যে কেউ যদি বেতনের বাইরে অতিরিক্ত করযোগ্য আয় করেন এবং সেই আয় TDS-এর আওতায় না পড়ে, তবে তাঁকে অগ্রিম কর দিতে হবে। এর মধ্যে পড়ে—
বেতনের পাশাপাশি ভাড়া, সুদ, ফ্রিল্যান্স, কমিশন বা ক্যাপিটাল গেইন হওয়া আয়।
স্বনিযুক্ত পেশাজীবী—ডাক্তার, আইনজীবী, কনসালট্যান্ট, ফ্রিল্যান্সার।
ব্যবসায়ী, ছোট ব্যবসা মালিক।
স্টক, মিউচুয়াল ফান্ড, F&O, বন্ড বা ক্রিপ্টো বিনিয়োগকারী।
অনেক বেতনিক করদাতা মনে করেন তাঁদের কোম্পানির TDS সব কিছু কভার করে। কিন্তু বেতনের বাইরে আয় থাকলে সেই অংশের কর নিজেকেই হিসাব করে পরিশোধ করতে হয়।

কারা অগ্রিম কর থেকে ছাড় পাবেন?
বার্ষিক করদায়িত্ব ১০,০০০ টাকার কম হলে,
৬০ বছর বা তার বেশি রেসিডেন্ট সিনিয়র সিটিজেন, যাঁদের ব্যবসা বা পেশাগত আয় নেই,
যাঁদের সমস্ত আয় TDS-এর আওতায় হয়ে গেছে।

কীভাবে হিসাব ও পেমেন্ট করবেন?
মোট সম্ভাব্য আয় থেকে উপযুক্ত ছাড় বাদ দিয়ে কর গণনা করতে হবে। এর থেকে TDS বাদ দিলে যদি ১০,০০০ টাকার বেশি কর বকেয়া থাকে, তবে অগ্রিম কর দিতে হবে। করদাতারা অনলাইনে ইনকাম ট্যাক্স পোর্টালে Challan 280–এর মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারেন।

সময়মতো না দিলে কী হবে?
অগ্রিম করের কিস্তি কম বা দেরিতে জমা পড়লে আয়কর দফতর ধারা 234B ও 234C অনুযায়ী সুদ আরোপ করতে পারে, যা করদাতার অতিরিক্ত ব্যয় বাড়ায়। বিশেষ করে ফ্রিল্যান্সার, পরামর্শদাতা ও ট্রেডারদের মতো অনিয়মিত আয়কারীরা এতে বেশি ক্ষতির সম্মুখীন হন।

অতএব, ১৫ ডিসেম্বরের আগে নিজের আয়, ছাড় ও করদায়িত্ব পুনর্মূল্যায়ন করে অগ্রিম কর পরিশোধ করা আর্থিকভাবে বুদ্ধিমানের কাজ। সময়মতো কর দিলে সুদ-জরিমানা এড়ানো যায় এবং বছরশেষে করদায়িত্বও নিয়ন্ত্রণে থাকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular