ইউপিআই ট্রানজাকশন ময়দানে মেগা এন্ট্রি নিতে চলেছে আদানি গ্রুপ

বিশেষ পরিবর্তন আসতে চলেছে ইউপিআই জগতে। কারণ ইউপিআই জগতে মেগা এন্ট্রি নিতে চলেছে আদানি গ্রুপ। আদানি গ্রুপ এই বিষয়ে কোনো মুখ না খুললেও, এক রিপোর্ট…

Adani Group

বিশেষ পরিবর্তন আসতে চলেছে ইউপিআই জগতে। কারণ ইউপিআই জগতে মেগা এন্ট্রি নিতে চলেছে আদানি গ্রুপ। আদানি গ্রুপ এই বিষয়ে কোনো মুখ না খুললেও, এক রিপোর্ট প্রকাশ্যে আসার পর জানা যায় আদানি গ্রুপ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এর লাইসেন্সের জন্য আবেদন করার চিন্তা ভাবনা করছে। একইসঙ্গে গোষ্ঠীটি কো-ব্র্যান্ডেড আদানি ক্রেডিট কার্ডের জন্য ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে বলেও দাবি করা হয়েছে। সেই কারণেই বিশেষজ্ঞরা মনে করছেন, এই রিপোর্টকে সত্যি বলে ধরা হলে, গুগল পে, পেটিএমের মতো কোম্পানি আদানি গ্রুপের সামনে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে।

বর্তমানে দেশে এখন ইউপিআই কিউআর কোড সমগ্র বাজারে ছেয়ে গেছে। পাশাপাশি ফোনপে,গুগল পে,পেটিএম এরা সকলেই একটা ব্যাবসার জায়গা করে নিয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাল আদানি গ্রুপও। গৌতম আদানির গ্রুপ ই-কমার্স এবং ফিনান্স সেক্টরে ব্যবসা সম্প্রসারণের জন্য পরিকল্পনা করছে। এছাড়া আদানি গ্রুপ ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স এর মাধ্যমে অনলাইন শপিং নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন। এই ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স হল একটি সরকার সমর্থিত ই-কমার্স প্ল্যাটফর্ম। যেখানে কেনাকাটার প্ল্যাটফর্মের জন্য একটি পেমেন্ট অ্যাপ থাকা প্রয়োজন।

Advertisements

তবে আদানি গ্রুপ যে অ্যাপটি প্রকাশ করেছিল, সেখানে ফ্লাইট এবং হোটেল বুকিংয়ের মতো ভ্রমণ পরিষেবাগুলির বুকিং করার ব্য়াবস্থা রাখা হয়েছিল। এক্ষেত্রে বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানিগুলো একটি নির্দিষ্ট ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব বা টাই-আপ হিসেবে একটি কার্ড লঞ্চ করে। এই কার্ডগুলো ওই নির্দিষ্ট ব্র্যান্ডের কেনাকাটায় অন্য কার্ডের তুলনায় বেশি পরিমাণে রিওয়ার্ডস পয়েন্ট, ক্যাশ ব্যাক অফার সহ নানা সুবিধা দেয়। শেষ পর্যন্ত যদি আদানি গ্রুপ এই ভাবে তাদের পরিষেবা বাজারে প্রদান করতে থাকে তাহলে অন্যান্য সংস্থাগুলি সমস্যার সম্মুখীন হতে পারে বলে দাবি করেছেন বিশেষজ্ঞমহল।