ভারতে হিসাবরক্ষকদের হাব গড়ার উদ্যোগ

কলকাতা: হিসাবরক্ষার কাজের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ভারতকে গড়ে তুলতে আগ্রহী ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএআই)। সে কথা ভেবে বিভিন্ন হিসাবরক্ষক বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট…

CA Ranjeet Kumar Agarwal

short-samachar

কলকাতা: হিসাবরক্ষার কাজের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ভারতকে গড়ে তুলতে আগ্রহী ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএআই)। সে কথা ভেবে বিভিন্ন হিসাবরক্ষক বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সংস্থাকে একত্রিত করে নিয়ে একাধিক বড় মাপের সংস্থা তৈরি করতে উদ্যোগী হয়েছে তারা। উদ্দেশ্য হল এই পথে এগিয়ে বিশ্বের বড় বড় কর্পোরেটের আয়-ব্যয়-মুনাফার হিসাব কষার দায়িত্ব যাতে পাওয়া যায়।

   

এই বিষয়ে আইসিএআই-এর দাবি, বেশ কিছু হিসাব সংক্রান্ত পরীক্ষায় গাফিলতির অভিযোগ উঠছে ৷ তাই গত এক বছরে দেশের ১১৯টি অডিট ফার্মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তারা। দেশের পঞ্চায়েত ও পুরসভাগুলির জন্য দক্ষ হিসাবরক্ষক তৈরি করতে সিএজি-র সঙ্গে যৌথ ভাবে সার্টিফিকেট কোর্সও চালু করতে চলেছে ।

আইসিএআইয়ের সভাপতি রঞ্জিত কুমার আগরওয়াল দাবি করেন, বিশ্বে চাহিদা বেড়েছে ভারতীয় হিসাবরক্ষকদের। বহু বড় বহুজাতিক সংস্থা এ দেশের সিএ ফার্মগুলিকে দিয়ে হিসেব সংক্রান্ত কাজ করাতে চাইছে। এই সুযোগকেই কাজে লাগাতে একাধিক দেশীয় সিএ ফার্মকে একসঙ্গে করে তাদের দ্বারা কয়েকটি বড় গোষ্ঠী তৈরিতে উদ্যোগী হয়েছে সংগঠনটি। তাঁর বার্তা, “ভারতকে হিসাবরক্ষার কাজের কেন্দ্র তৈরি করাই লক্ষ্য।’’ আগরওয়াল জানান, সিএজি-র সঙ্গে যৌথ ভাবে চার মাসের সার্টিফিকেট পাঠ্যক্রমও আনছেন তাঁরা। অন্য দিকে আইসিএআই পক্ষ থেকে জানানো হয়েছে , এ বার থেকে সিএ পড়ুয়ারা ফাউন্ডেশন ও ইন্টারমিডিয়েট পর্যায়ে বছরে দু’বারের বদলে তিন বার পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যাবে।