কীভাবে আধারে নাম–ঠিকানা–ছবি বদলাবেন? ধাপে ধাপে জানুন

ভারতের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar update process)। রেশন কার্ডে বিনামূল্যে রেশন পেতে যেমন রেশন কার্ডের প্রয়োজন হয়, ঠিক তেমনই ব্যাঙ্কিং থেকে…

How to Update Surname in Aadhaar Card: Step-by-Step Guide

ভারতের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar update process)। রেশন কার্ডে বিনামূল্যে রেশন পেতে যেমন রেশন কার্ডের প্রয়োজন হয়, ঠিক তেমনই ব্যাঙ্কিং থেকে সরকারি পরিষেবা— সব জায়গায় আধার নম্বর অপরিহার্য। ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI) আধার কার্ড ইস্যু করে, যেখানে নাগরিকের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর সহ বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত থাকে।

Advertisements

অনেক সময় দেখা যায় কোনো কারণে আধার কার্ডের ঠিকানা বদলাতে হয়, কিংবা মোবাইল নম্বর আপডেট করতে হয়। আবার নাম বা বায়োমেট্রিক তথ্য সংশোধনের প্রয়োজনও দেখা দিতে পারে। UIDAI-এর নিয়ম অনুযায়ী এই সকল আপডেট সহজেই করা যায়— শুধু প্রয়োজন সঠিক প্রক্রিয়ার অনুসরণ।

   

প্রথম ধাপ: অ্যাপয়েন্টমেন্ট বুকিং:
যে কোনো তথ্য আপডেট করার আগে আপনাকে নিকটতম আধার সেবা কেন্দ্রের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
এর জন্য UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে— appointments.uidai.gov.in
সেখানে পছন্দের সেবা কেন্দ্র নির্বাচন করতে হবে এবং স্লট অনুযায়ী তারিখ বেছে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে হবে। অনলাইন পেমেন্ট সম্পন্ন হলে একটি রসিদ (receipt) ডাউনলোড করতে পারবেন। এই রসিদ অবশ্যই সেবা কেন্দ্রে নিয়ে যেতে হবে।

আধার আপডেটের সম্পূর্ণ প্রক্রিয়া:
নির্দিষ্ট দিন ও সময়ে আধার সেবা কেন্দ্রে যান।
কাউন্টার থেকে রসিদ দেখিয়ে টোকেন সংগ্রহ করুন।
নিজেদের পালা এলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আপনাকে ডেকে নেবেন।
এরপর নতুন তথ্য সিস্টেমে এন্ট্রি করা হবে।
মোবাইল নম্বর, ঠিকানা বা নাম সংশোধনের ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক।
সব তথ্য এন্ট্রি হওয়ার পর আপনাকেই তা যাচাই করে সঠিক বলে নিশ্চিত করতে হবে।
অর্থাৎ, আপনার দেওয়া তথ্য সঠিকভাবে নথিভুক্ত হয়েছে কিনা তা আপনি নিজেই দেখে নিতে পারবেন।

আপডেট হতে কত সময় লাগে?
UIDAI জানাচ্ছে, নির্ধারিত সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ০ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য আপডেট হয়ে যায়। মাঝে UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাসও চেক করতে পারবেন।

কেন এত গুরুত্ব আধার আপডেটে?
কেন্দ্রীয় থেকে রাজ্য সরকারের প্রায় সব স্কিমে আধার বাধ্যতামূলক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বিভিন্ন সাবসিডি পাওয়া, পেনশন, LPG সুবিধা— সব ক্ষেত্রেই আধার তথ্য সঠিক না থাকলে সমস্যা হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী তথ্য আপডেট করা অত্যন্ত জরুরি।

নাগরিকরা যাতে বিনা ঝঞ্ঝাটে আধার পরিষেবা পেতে পারেন, সেই লক্ষ্যেই UIDAI সারা দেশে আধার সেবা কেন্দ্র চালু করেছে। ঠিক পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করলে খুব অল্প সময়েই আধার আপডেট হয়ে যাবে।

Advertisements