HomeBusinessবিদেশিদেরও আধার? ইউআইডিএআই জানাল আবেদন করতে কী লাগবে

বিদেশিদেরও আধার? ইউআইডিএআই জানাল আবেদন করতে কী লাগবে

- Advertisement -

আধার (Aadhaar) কার্ড এখন ভারতবাসীর দৈনন্দিন জীবনের এক অপরিহার্য নথি। সরকারি সুবিধা গ্রহণ থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা—প্রায় সব ক্ষেত্রেই আধারের প্রয়োজন পড়ে। আধার কার্ড না থাকলে অনেক গুরুত্বপূর্ণ প্রক্রিয়াই বিলম্বিত হয়। কিন্তু যেহেতু বিদেশি নাগরিকরাও নিয়মিত ভারতে আসেন এবং অনেকে নির্দিষ্ট শর্তে ভারতে বসবাস করেন, তাই প্রশ্ন ওঠে—বিদেশি নাগরিক কি আধার কার্ড পেতে পারেন? এ বিষয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করেছে।

ভারতে অনেকেই এনআরআই এবং ওসিআই-এর মধ্যে পার্থক্য স্পষ্টভাবে জানেন না। এনআরআই হলেন ভারতীয় নাগরিক, যারা বিদেশে বসবাস করেন। অন্যদিকে, ওসিআই (Overseas Citizen of India) কার্ডধারীরা বিদেশি নাগরিক হলেও ভারতে বাস, কাজ ও সম্পত্তি কেনাসহ নানা অধিকার উপভোগ করেন। UIDAI-এর নিয়ম অনুসারে, ওসিআই কার্ডধারীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ বিদেশি নাগরিকদের মধ্যেও কিছু শ্রেণির মানুষ আধার পাওয়ার যোগ্যতা রাখেন, তবে অবশ্যই নির্দিষ্ট বিধি মেনে।

   

কে আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন?
UIDAI-এর নির্দেশিকা অনুযায়ী, বিদেশি নাগরিক যারা ওসিআই কার্ডধারী এবং গত এক বছরে ভারতে কমপক্ষে ১৮২ দিন অবস্থান করেছেন, তারা আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তাদের অবশ্যই ভারতের একটি বৈধ ঠিকানা থাকতে হবে এবং আবেদনপত্রে “Resident Foreign National” হিসেবে নিবন্ধন করতে হবে।

যে নথিগুলি আবশ্যক:
আধার আবেদন প্রক্রিয়ায় দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়া বাধ্যতামূলক—পরিচয় প্রমাণ (POI) ও ঠিকানা প্রমাণ (POA)।
১. পরিচয় প্রমাণ (POI):
বৈধ ওসিআই কার্ড
বৈধ বিদেশি পাসপোর্ট
এই দুই নথিই বিদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করে।
২. ঠিকানা প্রমাণ (POA):
ভারতের যেকোনও স্বীকৃত নথিতে উল্লেখিত বৈধ ঠিকানা

এ ছাড়া আবেদনকারীর একটি সক্রিয় ইমেল আইডি দিতে হবে, যেখানে ওটিপির মাধ্যমে যাচাইকরণ সম্পন্ন হবে। এর ফলে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরাপদ থাকে।

আবেদন প্রক্রিয়া:
নির্দিষ্ট নথি সংগ্রহের পর নিকটস্থ আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। সেখানে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে এবং সমস্ত নথি যাচাইয়ের পর আবেদন গ্রহণ করা হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে আধার নম্বর জারি করা হয়।

সব মিলিয়ে, UIDAI-এর নতুন বিধি অনুযায়ী ওসিআই কার্ডধারী বিদেশি নাগরিকরা শর্ত পূরণ করলে সহজেই আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এটি তাদের ভারতে বসবাস ও সরকারি পরিষেবা ব্যবহারে আরও সুবিধা দেবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular