7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট খবর! বেতন বাড়তে পারে ২৪০০০ টাকা

ভোট মিটলেই সুখবর (7th Pay Commission) পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ফের ডিএ বাড়াতে পারে কেন্দ্র। স্বভাবতই ডিএ বৃদ্ধির জেরে বেতনও বাড়বে। এর ফলে এক…

Big news for central government employees, salary may increase by Rs 24000

ভোট মিটলেই সুখবর (7th Pay Commission) পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ফের ডিএ বাড়াতে পারে কেন্দ্র। স্বভাবতই ডিএ বৃদ্ধির জেরে বেতনও বাড়বে। এর ফলে এক লাফে কর্মীদের বেতন ২৪০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। সূত্রের খবর, ইতিমধ্যেই কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে সরকার।

এবারের লোকসভা নির্বাচনের পর পরই বেতন বাড়তে পারে। এর ফলে কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মী মিলিয়ে এক কোটিরও বেশি পরিবার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এখনই ডিএ বাড়ানো হলে, বর্ধিত হার ২০২৩ সালের ১ জুলাই থেকে প্রযোজ্য হবে। সেই হিসেবে কর্মচারীদের বেতন রেকর্ড বৃদ্ধি পাবে।

   

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, জুনের শেষ সপ্তাহে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। তবে সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। এক লাফে ৫ শতাংশ ডিএ বৃদ্ধি করা হলে, তা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ‘বুস্টার ডোজ’ হতে পারে।

PAN Card: খুব সহজেই প্যান কার্ড থেকে ৫০০০০ টাকা পেতে পারেন, শুধু এই কাজটি করুন

কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ ৫ শতাংশ বৃদ্ধি করতে পারে। ফলে এটি বেড়ে হবে ৫৫ শতাংশ। আবার নিয়মমাফিক ৫০ শতাংশ ডিএ শূন্য হিসেবে ঘোষণা করা হলে, বর্ধিত ভাতা ৫ শতাংশ হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে কর্মচারীদের বেতন এক লাফে অনেকটাই বৃদ্ধি পাবে।

কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন ৪০০০০ টাকা হলে তার বেতন বৃদ্ধি হবে ২০০০ টাকা। সেই অনুযায়ী তাঁর অ্যাকাউন্টে ৪২০০০ টাকা আসবে। বার্ষিক বৃদ্ধির কথা বললে, এই বৃদ্ধি পরিমাণ দাঁড়াবে ২৪০০০ টাকা।

100 Rupee Note: এই ১০০ টাকার নোট থাকলেই আপনি লাখপতি! জানুন কীভাবে?

সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে, ডিএ ৫০ শতাংশে পৌঁছলে তা শূন্য হিসাবে ঘোষণা করা হতে পারে। যদি এটি শূন্য ঘোষণা করা হয়, তবে সম্পূর্ণ অংশ মূল বেতনের অন্তর্ভুক্ত হবে। বর্ধিত ডিএ শূন্য থেকে শুরু হবে। কেন্দ্রীয় সরকার প্রতি বছর দু’বার ডিএ বৃদ্ধি করে, সেটি যথাক্রমে ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে কার্যকর হয়।