বিয়ের মরশুম মানেই কেনাকাটার ধুম। বছরের এই সময়টায় শহর থেকে গ্রাম—সব জায়গায় একের পর এক বিয়ের অনুষ্ঠান। কারও পরিবারে সপ্তাহে দু’তিনটে করে বিয়েবাড়ি, আবার অনেকে নিজেরই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। আর বিয়ে মানেই তো সোনার গয়না অপরিহার্য। বর–কনের সাজ, উপহার, পরিবারে লেনদেন—সব ক্ষেত্রেই সোনার গুরুত্ব অপরিসীম। তাই বিয়ের সময় সোনার বাজারে স্বাভাবিকভাবেই চাহিদা থাকে তুঙ্গে।
কিন্তু গত কয়েক মাস ধরে সোনার দাম লাগাতার বেড়ে যাওয়ায় বহু ক্রেতা সমস্যায় পড়েছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলির পক্ষে বিয়ের কেনাকাটা করতে গিয়ে সোনার দাম সামলানো কঠিন হয়ে যাচ্ছিল। সোনার দামের এই উর্ধ্বমুখী প্রবণতা অনেককে গয়না কেনা পিছিয়ে দিতে বাধ্য করেছিল। তবে বিয়ের সময়েই এবার মিলল কিছুটা স্বস্তি। নভেম্বরের শেষ সপ্তাহে এসে সোনার দামে দেখা গেল সামান্য পতন। একদিনে ১০০ টাকা কমায় ক্রেতাদের মুখে ফিরেছে হাসি।
২৪ ক্যারেট সোনার দামে সামান্য পতন
২৪ নভেম্বর ২৪ ক্যারেট সোনার দামে পথ পরিবর্তন লক্ষ্য করা যায়। বহুদিন পর দাম কিছুটা নেমে আসায় বাজারে উচ্ছ্বাস দেখা গিয়েছে।
১ গ্রাম: ১২,৫৮৩ টাকা
১০ গ্রাম: ১,২৫,৮৩০ টাকা
১০০ গ্রাম: ১২,৫৮,৩০০ টাকা
গত দিনের তুলনায় ১০০ টাকা কমেছে সোনার দাম। যদিও বড়সড় পতন নয়, তবুও বিয়ের শপিং-এ কিছুটা হলেও স্বস্তি মিলছে। ২৪ ক্যারেট সোনা সাধারণত খাঁটি সোনা হিসেবে বিবেচিত হয়। বিয়ের সময় অনেকে খাঁটি সোনার বার বা নথ বেশি কেনেন। তাই এই ক্যারেটের দামে কমতি মানে অনেকেরই লাভ।
২২ ক্যারেট সোনার দামও কমল
২২ ক্যারেট সোনা সাধারণত গয়না তৈরিতে ব্যবহৃত হয়। ফলে এই ক্যারেটের দামের ওঠাপড়া সরাসরি প্রভাব ফেলে সাধারণ মানুষের গয়না কেনার পরিকল্পনায়। ২৪ নভেম্বর ২২ ক্যারেট সোনার দামেও কমতি দেখা গিয়েছে।
আজকের দাম (২২ ক্যারেট):
১ গ্রাম ১১,৫৩৪ টাকা
১০ গ্রাম: ১,১৫,৩৫০ টাকা
১০০ গ্রাম: ১১,৫৩,৪০০ টাকা
