রুপো সস্তা হলেও সোনার ঝলক কতটা কমল না ধনতেরাসে?

24-Carat Gold Price Jumps by 3,150 in a Day, Silver Drops 2,050 per Kg

কলকাতা, ১৯ অক্টোবর: সোনার দাম (Gold Price)  কমার  কোনও সম্ভাবনা নেই বললেই চলে। প্রতিদিনই হলুদ ধাতুর দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উৎসবের মরশুম শুরু হওয়ার আগে অগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই এই মূল্যবৃদ্ধি আরও তীব্র হয়ে ওঠে।

Advertisements

বর্তমানে ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৩০,৯৫০। যা এক মাস আগের তুলনায় ৩,১৫০ বেশি। খুচরো বাজারে পাকা সোনার বার (২৪ ক্যারাট) বিক্রি হচ্ছে ১,২১,৬০০ প্রতি ১০ গ্রামে।

এছাড়াও, ভারতের মতো দেশে উৎসবের মরশুমে সোনার চাহিদা স্বাভাবিকভাবে বেড়ে যায়। ধনতেরস, দীপাবলি, বিয়ের মরশুম মিলিয়ে এই সময়টিতে প্রচুর মানুষ সোনা কেনেন। ফলে স্থানীয় বাজারেও দাম বাড়ার প্রবণতা দেখা দেয়।

Advertisements

সোনার পাশাপাশি রুপোর বাজারেও গত এক বছরে দাম অনেকটাই বেড়েছিল। তবে সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, প্রতি কেজি রুপোর দাম কমেছে ২,০৫০। বর্তমানে খুচরো বাজারে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ১,৭৩,৭০০। সোনা ও রুপোর দাম বাড়ার ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই ধনতেরসের আগেই সোনা কিনে নিতে চাইছেন, আবার কেউ কেউ অপেক্ষা করছেন দাম কিছুটা কমার আশায়।