২২ ক্যারাট সোনার দরে উত্থান, পুজোর আগে বাজারে ভিড়

পুজোর মরসুমে সোনার বাজারে (Gold Price) চাহিদা যেমন থাকে, তেমনই দরের উত্থান-পতনও হয় নিয়মিত। এবছরও তার ব্যতিক্রম নয়। সেপ্টেম্বরে ঢুকে পড়তেই সোনার দাম একেবারে আকাশচুম্বী…

23 September Gold Price Alert: Check Latest 22K & 24K Rates Here

পুজোর মরসুমে সোনার বাজারে (Gold Price) চাহিদা যেমন থাকে, তেমনই দরের উত্থান-পতনও হয় নিয়মিত। এবছরও তার ব্যতিক্রম নয়। সেপ্টেম্বরে ঢুকে পড়তেই সোনার দাম একেবারে আকাশচুম্বী হয়েছে। খাঁটি সোনা ও ২২ ক্যারাট সোনার দাম এখন এক লক্ষ টাকার ঊর্ধ্বে পৌঁছে গেছে। ফলে সাধারণ ক্রেতা থেকে শুরু করে জুয়েলারি ব্যবসায়ীরা পর্যন্ত নড়েচড়ে বসেছেন।

আজ, ২৩ সেপ্টেম্বর, দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ₹১,০৩,৩৫০। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,১২,৭৩ টাকা। দেশের রাজধানীতে সাধারণত উৎসবের মরসুমে সোনার চাহিদা বেশি থাকে। বিয়ে, উৎসব বা বিনিয়োগ—সবকিছুর জন্যই সোনার চাহিদা থাকে চড়া। কিন্তু এক লাফে এতটা দাম বাড়ায় অনেকেই আপাতত কেনার থেকে বিরত থাকছেন।

   

রাজ্যের রাজধানী কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,০৩,২০০ এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,১২,৫৮০ টাকা। অর্থাৎ দিল্লি ও মুম্বইয়ের সঙ্গে প্রায় একই স্তরে রয়েছে দামের পার্থক্য। শহরের বড় বড় জুয়েলারি দোকানগুলিতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। যদিও দাম এতটা বাড়ায় অনেকেই ছোট পরিমাণে সোনা কিনে রাখছেন।

Advertisements

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতি এবং ডলারের বিনিময় হারের পরিবর্তন, সঙ্গে মুদ্রাস্ফীতি—সবকিছু মিলিয়েই এই দাম বাড়ছে। এছাড়া উৎসবের মরসুমে দেশীয় বাজারে চাহিদা বাড়লে দামে চাপ পড়ে। আন্তর্জাতিকভাবে সোনা নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীরা শেয়ার বা বন্ডের বদলে সোনার দিকে ঝোঁকেন। ফলে দামে চাপ পড়ে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News