৩৫ পয়সার বদলে ১০ লাখের বীমা! জানুন ভারতীয় রেলের শোরগোল ফেলা নিয়ম

লাখ লাখ যাত্রী নিয়ে হাজার হাজার দূরপাল্লার ট্রেন প্রতিদিন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে। কম খরচে অনেক দূর যেতে যাত্রীরা রেলেই ভরসা…

10 lakh insurance will be available by traveling on Indian Railways express train for just 35 paise , ৩৫ পয়সার বদলে যাত্রীদের ১০ লাখের বীমা ভারতীয় রেলে

লাখ লাখ যাত্রী নিয়ে হাজার হাজার দূরপাল্লার ট্রেন প্রতিদিন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে। কম খরচে অনেক দূর যেতে যাত্রীরা রেলেই ভরসা রাখেন। কিন্তু, দেশজোড়া রেল পরিষেবায় দুর্ঘটনাও ঘটে। এ জন্য রেলযাত্রীদের জন্য রয়েছে বিমার সুবিধা। যার প্রিমিয়াম মাত্র ৩৫ পয়সা। কী ভাবে মিলবে এই বিমার সুবিধা? জানুন সহজে…

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী কেবল দূরপাল্লার সফরে সংরক্ষিত কামরার যাত্রীরাই শুধু পাবেন ট্রাভেল ইন্স্যুয়েরেন্স। সাধারণ কামরার যাত্রীদের জন্য কোনও ট্রাভেল ইন্স্যুয়েরেন্স নেই। এ জন্য যাত্রীকে অবশ্যই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হবে। কাউন্টার থেকে বুকিং করলে বীমার সুবিধা মিলবে না।

   

রেলের ট্রাভেল ইন্স্যুয়েরেন্সে ১০ লাখ টাকা পর্যন্ত মেলে জীবন বীমা। অর্থাৎ রেল দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হলে বিমা সংস্থা দেবে ১০ লাখ টাকা। স্থায়ীভাবে কোনও যাত্রী অক্ষম হলে মিলবে সাড়ে ৭ লাখ টাকা। এছাড়া আহতদের চিকিৎসার খরচ বাবদ বীমা সংস্থার দেওয়ার কথা ২ লাখ টাকা করে।

Cyclone Remal Update: চোখ রাঙিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, প্রমাদ গুনছে দুই বাংলার কোন অঞ্চল?

কী ভাবে করতে হবে বীমা? অনলাইনে রেলের টিকিট বুকিংয়ের সময় ওয়েবসাইটেই মিলবে ট্রাভেল যাত্রী বীমার সুবিধা। সেখানে বিমা অপশনটি সংশ্লিষ্ট যাত্রীকে বেছে নিতে হবে। ওই অপশানে ক্লিক করলেই দিতে হবে ৩৫ পয়সা। এরপর যাত্রীকে তাঁর বৈধ মোবাইল ফোন নম্বর ও ই-মেল আইডিতে একটি লিঙ্ক পাঠাবে বীমা সংস্থা। তাতে ক্লিক করে পূরণ করতে হবে একটি ফর্ম। সেখানেই বিমার নমিনির নাম সহ যাবতীয় তথ্য দিতে হবে যাত্রীকে।

তবে অনলাইনে টিকিট কাটলেই যে যাত্রীকে বীমা করতে হবে এমনটা নয়। এটা যাত্রীর ইচ্ছের উপর নির্ভর করছে। কিন্তু, দূরপাল্লার ট্রেন যাত্রায় যাত্রী বীমা করিয়ে রাখাই ভাল বলে মনে করা হয়।

যাত্রী বীমার সুবিধা পাওয়া যায়, বন্দে ভারত, অমৃত ভারত, রাজধানী এক্সপ্রেস বা সুপার ফাস্ট মেলে সফরের ক্ষেত্রে।