দেড় লাখ ছাড়িয়ে গেল সোনার ভরি! বিয়ের মরসুমে মাথায় হাত মধ‌্যবিত্তের

Gold Prices Edge Higher on November 4 – Silver Remains Steady in Metro Cities

কলকাতা, ১২ অক্টোবর: বিয়ের মরসুম মানেই বাড়িতে সাজসজ্জা, আতিথেয়তা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ – গয়নাগাটি কেনার ধুম। বিশেষ করে বাঙালিদের একটি বিয়ে যেন সোনার (Gold Price) গয়না ছাড়া কল্পনাই করা যায় না। বিয়ের কনের সাজ সম্পূর্ণ হয় সোনার হার, কানের দুল, চুড়ি, আংটি, নথ প্রভৃতি গহনায়। কিন্তু চলতি সময়ে এই সাজের পিছনে খরচ হচ্ছে মোটা অঙ্কের টাকা। কারণ, হু হু করে বাড়ছে সোনার দাম।

Advertisements

আজকের দিনে এক ভরি সোনার দাম ইতিমধ্যেই দেড় লাখ টাকার কাছাকাছি। কয়েক বছর আগেও যেটা ছিল ৪০-৫০ হাজার, সেটাই এখন পৌঁছে গেছে ত্রিগুণ দামে। আর বাজার বিশেষজ্ঞদের মতে, এই দাম এখানেই থেমে থাকবে না। ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের শুরুতেই সোনার দাম ২ লাখ টাকায় পৌঁছাতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

   

বিয়েতে সাধারণত কনেকে সাজানোর জন্য কম করে হলেও ৬-৮ ভরি সোনা লাগে। একটি সাধারণ ডিজাইনের হারই যেখানে ১ লাখ টাকার ওপরে, সেখানে পুরো সেট গড়তে গেলে খরচ হতে পারে ৮ থেকে ১২ লাখ টাকা অবধি। যদি ডিজাইনার বা হালফ্যাশনের গয়না পছন্দ করা হয়, তাহলে সেই খরচ আরও বেড়ে যেতে পারে। কনের জন্য তো বটেই, অনেক সময় আত্মীয়স্বজন, এমনকি বর পক্ষের উপহারেও সোনার ব্যবহার দেখা যায়। ফলে মোট গয়নার খরচ দাঁড়াতে পারে একটি মাঝারি বাজেটের বিয়ের অর্ধেকের সমান!

সোনার দাম বৃদ্ধির পেছনে রয়েছে একাধিক কারণ। বৈশ্বিক মন্দা, মার্কিন ডলারের অনিশ্চয়তা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা – সব মিলিয়ে বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয় হিসেবে সোনার উপর নির্ভর করছেন।

Advertisements

এই প্রশ্নটাই ঘুরছে এখন অনেকের মনে। অনেকে ভাবছেন, আরও কিছুদিন অপেক্ষা করলে হয়তো দাম কমতে পারে। আবার কেউ কেউ ভাবছেন, এখন না কিনলে ভবিষ্যতে আরও বেশি খরচ করতে হবে। বাস্তবতা হলো, সোনার দাম দীর্ঘমেয়াদে সবসময়ই বেড়েছে।