BMW Scooter: চোখ ধাঁধানো বিলাসবহুল ফিচারযুক্ত গাড়িটি আপনি চালানোর উপযুক্ত কিনা জেনে নিন

bmw c 400 gt scooter

BMW বিশ্বের নামিদামি চারটে কোম্পানির মধ্যে অন্যতম। এই বিএমডাব্লু কোম্পানির চারচাকা গাড়ি মানেই অত্যাধিক দাম তার সঙ্গে এক্সক্লুসিভ লুক, বিলাসবহুল ফিচারস এবং একাধিক, একাধিক সুবিধা।

কিন্তু এই বিএমডব্লিউ চার চাকার পরিবর্তে এবার মার্কেটে আনল দু’চাকার গাড়ি। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন। চার চাকার গাড়িতে বিরাট সাফল্যের পর, এবার মার্কেটে এল বিএমডব্লিউ স্কুটার। যাতে রয়েছে কিছু চোখ ধাঁধানো ফিচারস। যদিও নামের সঙ্গেই বোঝা যাচ্ছে, স্কুটিটির মধ্যে থাকবে একাধিক নতুনত্ব এবং ফিচারের আধিক্য।

   

BMW C 400 GT Scooter যাতে চোখ রাখলেই বোঝা যাবে, এটি কোনও কমদামি স্কুটার নয়। তবে এর সঙ্গে রয়েছে একটি বিশেষ গুণও। তা হল, চালক রাইডার হেলমেট না পরলে স্টার্ট নেবে না স্কুটারটি। চালক যেই মুহূর্তে মাথা থেকে হেলমেট খুলে ফেলবে, তখন থেকেই স্টার্ট নেওয়া বন্ধ করে দেবে গাড়িটি। ভারতীয় বাজারে বিক্রিত ১০.৪০ লক্ষ টাকার স্কুটারটি শুধুমাত্র, শখ করে কিনলেই হবে না, জানতে হবে এর একাধিক বিশেষত্বও।
এই স্কুটারের হ্যান্ডেল-এর দুদিকেই ড্যাশবোর্ড রয়েছে। এছাড়াও BMW C 400 GT ৩৫০ সিসির। যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩৯ কিলোমিটার। এ দিকে গাড়িটির ইঞ্জিনের দিকে নজর দিলে দেখা যাচ্ছে, এর ইঞ্জিন হল ৩৫ বিএইচপি পাওয়ার ও ৩৪ এন এম পিক টর্ক জেনারেট করবে।

অর্থাৎ বলা যায়, স্কুটার ভেবে ছোট করা যাবে না এই বিএমডাব্লিউর নতুন C 400 GT Scooter-কে। যে কোন কোম্পানির নামি দামি গাড়িকে অতি সহজেই টেক্কা দিতে সক্ষম এই বিএমডাব্লিউর অতি ফিচারযুক্ত উন্নত মানের স্কুটারটি। আপনিও যদি চান, তাহলে এখনই গিয়ে গাড়িটি প্রি-বুক করতে পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন