এক দফায় পঞ্চায়েত ভোট চাইনা: শুভেন্দু

রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার সরব হলেন ভোটের দফা বাড়ানো নিয়ে। শুভেন্দু দাবি করেন যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ালেই হবেনা, বাড়াতে হবে ভোটের…

Suvendu-Adhikari-nandigram

রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার সরব হলেন ভোটের দফা বাড়ানো নিয়ে। শুভেন্দু দাবি করেন যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ালেই হবেনা, বাড়াতে হবে ভোটের দফাও। পাশাপাশি তিনি রাজ্য নির্বাচন কমিশনারকেও নিশানা করে বলেন যে রাজীব সিনহা মুখ্যমন্ত্রীর কথায় চলছেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “যদি ২০১৩ র মতো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করতে হয়, সব গ্রামীণ বুথগুলিকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে দিতে হয়, তাহলে দফা বাড়ানো ছাড়া কোনও বিকল্প নেই।“

   

এছাড়াও শুভেন্দু অধিকারী বলেন, “২০১৩ সালে টাকা দিতে হয় রাজ্যকে। কিন্তু এবার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে তারা প্রোভাইড।“

রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে শুভেন্দু বলেন, “সমস্যা হল রাজীব সিনহাকে নিয়ে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে, কথা নির্দেশের বাইরে যেতে চাইছেন না। কমিশনারকে সরানো বা তার উপর নজরদারি করানোর জন্য স্পেশাল অবজার্ভার নিয়োগ করা ছাড়া এর কোনও সমাধান নেই। কমিশনের লোকেরাই বলছেন তাঁরা কিছু জানেন না। সঞ্জয় বনশাল, রাজীব সিনহা বসে সব ঠিক করছেন।”