Kanpur: আউট করায় গলা টিপে খুন ১৪ বছরের বোলারকে

কানপুরের (Kanpur) কাছে ঘতমপুর এলাকার রাহতি ডেরা গ্রামে ক্রিকেট খেলা চলছিল। তাতে এক পক্ষের বোলার আরের পক্ষের ব্যাটারকে বোল্ড আউট করে দেয়। আউট হওয়া ১৭…

Kanpur Following Dismissal

short-samachar

কানপুরের (Kanpur) কাছে ঘতমপুর এলাকার রাহতি ডেরা গ্রামে ক্রিকেট খেলা চলছিল। তাতে এক পক্ষের বোলার আরের পক্ষের ব্যাটারকে বোল্ড আউট করে দেয়। আউট হওয়া ১৭ বছরের ব্যাটার মাঠ ছাড়তে না চাইলে বিবাদ বাঁধে ১৪ বছরের ওই বোলারের। তাতেই শুরু হয় হাতাহাতি, পরে গলা টিপে ধরা।

   

জানা যায়, অভিযুক্ত কিশোর আউট হলে পরে প্রথমে ঝগড়া, পরে তার ভাইকে ডেকে এনে বেধড়ক মারে ওই বোলারকে। এর পরই গলা টিপে ধরে। আহত অবস্থায় ১৪ বছরে ওই কিশোরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের তরফ থেকে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা বলা হয়েছে। ঘটনায় জড়িত কোনো নাবালকের নামই প্রকাশ করতে চায়নি পুলিশ। তবে জানা যায়, এই ঘটনার পরে অভিযুক্ত নাবালক পলাতক।

পুলিশ মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে চাইলে প্রথমে রাজি হয়নি মৃত কিশোরের পরিবার। মৃতের পরিবার দাবি করেছে, দুই অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা সৎকার করবেন না। ময়নাতদন্তও করতে দেবেন না। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় কোতয়ালি থানার অফিসার ইন চার্জ বিক্রম সিংহ পরিবারের সদস্যদের যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দেওয়ার পর ময়নাতদন্তে রাজি হন মৃতের পরিবারের সদস্যেরা। কোতয়ালি থানায় মৃতের পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, মৃত কিশোরের কাকিমাকে তিন বছর আগে পিটিয়ে মারে অভিযুক্তের বাড়ির লোক। সেই ঘটনার সাথে বর্তমান ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা, সেই বিষয়ে ক্ষতিয়ে দেখছে পুলিশ।