Government Job: আপনি কি গ্রাফিক ডিজাইনার (Graphic Designers) হিসেবে কাজ করতে ইচ্ছুক! বিগত চার পাঁচ বছর ধরে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে! তাহলে কেন্দ্র সরকার আপনার জন্য নিয়ে এসেছে চাকরির সুযোগ।
সম্প্রতি কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে মন্ত্রকে কাজের জন্য প্রয়োজন একজন গ্রাফিক ডিজাইনার। তবে ইচ্ছুক প্রার্থীকে পূর্বে কাজের অভিজ্ঞতা দেখাতে হবে।
একই সাথে থাকতে হবে একদম সাধারণ স্তর উচ্চস্তর পর্যন্ত গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করার দক্ষতা। তাছাড়া দ্রুত কাজ শেষ করার দক্ষতা থাকতে হবে। একই সাথে মোশন গ্রাফিক ডিজাইন এবং অ্যানিমেটড ভিডিও এডিটিং করার দক্ষতা থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে গ্রাফিক ডিজাইনের হিসেবে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি প্রার্থীকে স্নাতক হতে হবে। একই সাথে আবেদন করার জন্য কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকে জমা দিতে হবে আগের সংস্থার নো অবজেকশন সার্টিফিকেট। কেন্দ্র সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানা গিয়েছে গ্রাফিক ডিজাইনের পদের জন্য।