বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা সানি দেওলের পুত্র করণ দিওল। বহুদিনের বান্ধবী দৃষা আচার্যকে বিয়ে করলেন করণ। বিয়ের প্রথম ছবি এলো প্রকাশ্যে।
করণ-দৃশার বিয়ের ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়ে গিয়েছে ছবি। হিন্দুমতা বিবাহ সম্পন্ন হয় যুগলের। বিয়ের অনুষ্ঠান হল তাজ ল্যান্ডস এন্ড – এ। ছবিতে নবদম্পতিকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। ছবি প্রকাশ পেতেই শুভেচ্ছার বন্যা ভেসে আসছে।
ছবিতে দেখা যাচ্ছে করণ পড়েছেন ক্রীম রঙের শেরওয়ানি এবং একই রঙের পাগড়ি। দৃশা পড়েছেন লাল রঙের লেহেঙ্গা, বড় মাং-টিকা এবং সোনার নেকলেস।
Advertisements