৫০ বছর বয়সে ফের বাবা হলেন কোরিওগ্রাফার-পরিচালক তথা অভিনেতা প্রভু দেবা। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী হিমানী সিং।
উচ্ছ্বসিত দক্ষিণী তারকা জানিয়েছেন, এবার থেকে কাজ কম করবেন, আর পরিবারের সঙ্গে সময় বেশি কাটাবেন।
নাচের সৌজন্যে খ্যাতি হলেও ধীরে ধীরে পরিচালক হিসেবে বিনোদন জগতে নাম করেছেন প্রভু দেবা। সলমন খানের সঙ্গে জুটি বেঁধে তৈরি করছেন অ্যাকশন ড্রামা ‘রাধে’।
পেশাগত জীবনের এত সাফল্যের পরেও প্রভু দেবার ব্যক্তিগত জীবন সবসময় আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
প্রসঙ্গত, অভিনেতা-পরিচালকের প্রথম স্ত্রীর নাম রামলতা। তিন সন্তানও ছিল তাদের। ২০০৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রভু দেবার প্রথম সন্তানের মৃত্যু হয়। এরপরই রামলতার সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হতে শুরু করে। ২০১০ সালে ফ্যামিলি কোর্টে রামলতা অভিযোগ জানিয়েছিলেন, বিবাহিত হওয়া সত্ত্বেও অভিনেত্রী নয়নতারার সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন তাঁর স্বামী।
২০১১ সালে রামলতার সঙ্গে প্রভু দেবার বিচ্ছেদ হয়ে যায়। ২০১২ সালে আবার নয়নতারা সম্পর্কে ইতি টানার কথা জানাষ।
আট বছর পর ২০২০ সালে মুম্বইয়ের ফিজিওথেরাপিস্ট হিমানীকে বিয়ে করেন প্রভু। মেয়ের জন্মে বেজায় খুশি তারকা। জানান, তাঁর পরিবারে বহু বছর পর কন্যা সন্তানের জন্ম হল।