বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC 2023) ফাইনালের আজ চতুর্থ দিন। আট উইকেট হারিয়ে ২৭০ রান করে ইনিংস ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। অর্থাৎ ভারতকে তাড়া করতে হবে ৪৪৪ রান।
তৃতীয় দিনের শেষে ২৯৬ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। লাঞ্চের যাওয়ার আগে তা বেড়ে দাঁড়ায় ৩৭৪। এর মাঝে প্রথমে উমেশ যাদবের বলে মার্নাস লাবুশেন (৪১) এবং পরে জাডেজার বলে ক্যামেরন গ্রীন (২৫) ফিরে যান ডাগ আউটে। লাঞ্চের পর ইনিংস বয়ে নিয়ে যান অজ়ি উইকেটকিপার অ্যলেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক। ৮২ বলে ৫০ করেন ক্যারি।
এরপরেই মহম্মদ শামির বলি উইকেট খোয়ান মিচেল স্টার্ক (৪১)। পরে অজ়ি অধিনায়ক প্যাট কামিন্স (৫) মাঠে নেমে শামির বলেই আউট হয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ক্যরি থাকেন অপরাজিত, ৬৬ রানে।
অস্ট্রেলিয়া ভারতকে টার্গেট দেয় ৪৪৪। এর আগে টেস্টে ৪২০র ওপর রান তাড়া করে জেতেনি কোনো দল। উল্টে তাড়া করতে নেমে হেরেছে ২২২ বার। তাড়া করতে নেমে শুরুটা ভালো দিয়েছিলেন ভারতের দুই ওপেনার শুভমন গিল (১৮) এবং রোহিত শর্মা। কিন্তু স্কট বোলান্ডের বলে স্লিপে দাঁড়ানো ক্যামেরন গ্রীন একটি বিতর্কিত ক্যচ নিয়ে আউট করেন গিলকে।
এর কিছু পরেই নাথান লিঁওর বলে এল বি ডাব্লু হয়ে যান রোহিত, করেন ৪৩ রান। পরের ওভারের প্যাট কামিন্সের বলে অ্যলেক্স ক্যারির হাতে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন চেতশ্বর পুজারা (২৭)। বর্তমানে ক্রিজে ব্যটিং করছেন অজিঙ্ক্য রাহানে (২০) এবং বিরাট কোহলি (৪৪)। চতুর্থ দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান করে ভারত। পঞ্চম তথা শেষ দিনে জিততে হলে ৯৭ ওভারে ২৮০ রান করতে হবে ভারতকে।