২০১৬-১৭র পর আর খেলা হয়নি পি সেন ট্রফি (P Sen Trophy)। বাংলার ক্রিকেট বোর্ড জানায় যে সময়ের অভাবে প্রতিযোগিতা বন্ধ করতে ভাধ্য হন তাঁরা। তবে ছ’বছর পর আবার ফিরতে চলেছে প্রয়াত ক্রিকেটর প্রবীর সেনের স্মৃতিতে নামাঙ্কিত এই টুর্নামেন্ট। ২০১৭ তে সময়ৃর অভাবে বন্ধ হয়ে যায় এই টুর্নামেন্ট। পরে করোনা হানা দিলে চেষ্টা করেও শুরু করা যায়নি পি সেন ট্রফি।
পি সেন ট্রফি পুণরায় শুরু হওয়া নিয়ে বাংলার ক্রিকেট সংস্থার প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “পি সেন খুবই ঐতিহ্যবাহী একটা প্রতিযোগিতা। এক সময় ভারতের সেরা ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় খেলে গিয়েছেন। এই প্রতিযোগিতা আবার শুরু করা খুব প্রয়োজন ছিল। ফাইনাল ম্যাচ হবে ইডেনে। দিন রাতের ম্যাচ হবে সেটা।” সিএবি জানায় যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ১০টি দল, খেলা হবে নকআউট পদ্ধতিতে।
উইকেটরক্ষক ছিলেন প্রবীর সেন। ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভারতের হয়ে ১৪টি ম্যাচে খেলে করেছিলেন মোট ১৬৫ রান, স্টাম্পড করেছিলেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে। বাংলা দলে তাঁর অভিষেক হয়েছিল মাত্র ১৭ বছর বয়সে।