Transfer News: ভারতীয় ফুটবলের ক্ষেত্রে বর্তমানে অন্যতম সফল প্রতিভা অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa)। আইএসএলে চেন্নাইন এফসি দলের অধিনায়ক হওয়ার পাশাপাশি ভারতীয় ফুটবল দলের নিয়মিত খেলছেন তিনি। চলছে বছরে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলার পাশাপাশি এবারের ইন্টারকন্টিনেন্টালে কাপ ও সাফ কাপের জন্য ও তাকে দলে রেখেছেন কোচ ইগর স্টিমাচ। সেজন্য তাকে দলে টানতে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে ও নাকি রাজি সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তবে শুধু মোহনবাগান নয়, এই তারকা ফুটবলার কে দলে টানতে মরিয়া মুম্বাই সিটি এফসি।
আগামী ২০২৪ সাল পর্যন্ত চেন্নাইন এফসির সঙ্গে চুক্তি রয়েছে থাপার। তবে তার আগেই আসন্ন আইএসএলে তাকে দলে টানতে চান হুয়ান ফেরেন্দো। মূলত দলের মাঝমাঠ কে আরও শক্তিশালী করতে এমন পরিকল্পনা রয়েছে এই স্প্যানিশ কোচের। সেইমতো আগামী পাঁচ বছরের জন্য তার সাথে চুক্তি করতে চায় কলকাতার এই প্রধান। কিন্তু সেখানেই সব শেষ নয়। জাতীয় দলের অন্যতম ভরসাযোগ্য এই ফুটবলার কে পেতে ঝাঁপিয়েছে আরেক আইএসএল জয়ী দল। মুম্বাই সিটি এফসি।
শোনা যাচ্ছে, বিরাট অঙ্কের অর্থ প্রস্তাব ও নাকি পাঠানো হয়েছে রনবীর কাপুরের এই দলের তরফ থেকে। মনে করা হচ্ছে, আহমেদ জাহুর বিকল্প হিসেবে এই তারকা ফুটবলার কে নিতে চাইছে মুম্বাই। উল্লেখ্য, আগামী মরশুমের জন্য গত কয়েকদিন আগেই মুম্বাই ছেড়ে সার্জিও লোবেরার ওডিশায় চলে গিয়েছেনে মুর্তাজা ফল ও আহমেদ জাহু। এবার তার বিকল্প হিসেবে ভাবা হতে পারে অনিরুদ্ধ থাপা কে। যদিও এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে সবুজ-মেরুন।