বিমানে উঠেই ফোনে ‘বোমা’ নিয়ে আলোচনা, গ্রেফতার যাত্রী

ফোনে কথা বলার সময় ‘বোম’ কথাটি ব্যবহার করেছিলেন। আর সেটাই শুনতে পেয়ে যান তার সহ-যাত্রী এক মহিলা। সঙ্গে সঙ্গে তিনি সতর্ক করেন ফ্লাইট ক্রু-দের। এরপরই…

বিমানে উঠেই ফোনে 'বোমা' নিয়ে আলোচনা, গ্রেফতার যাত্রী

ফোনে কথা বলার সময় ‘বোম’ কথাটি ব্যবহার করেছিলেন। আর সেটাই শুনতে পেয়ে যান তার সহ-যাত্রী এক মহিলা। সঙ্গে সঙ্গে তিনি সতর্ক করেন ফ্লাইট ক্রু-দের। এরপরই তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে ৭ জুন, বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

ভিস্তারা বিমানে অভিযুক্তকে ফোনে ‘বোম’ সম্পর্কে কথা বলতে শোনেন সেই মহিলা। অভুযুক্ত আজ়িম খান উত্তর প্রদেশের ফিলবিটের বাসিন্দা। তিনি দুবাই যাওয়ার জন্য দিল্লি থেকে মুম্বই একটি কানেকটিং বিমানে ছিলেন। সেই কানেকটিং বিমান ভিস্তারা র নম্বর UK-941।

Advertisements
   

মহিলার অভিযোগের ভিত্তিতে বিমানকর্মীরে তাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF এর হাথে তলে দেন। এরপর তাকে দিল্লি পুলিশ গ্রেফতার করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবার করছে।