আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে ঘর গোছানোর কাজ চালাচ্ছে প্রতিটি দল। থেমে নেই গতবারের আইএসএল চ্যাম্পিয়ন দল মোহনবাগান (Mohun Bagan SG)। তবে দলের অধিকাংশ ফুটবলারদের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি থাকায় খুব একটা সমস্যা দেখা দেবে না বাগান কোচ হুয়ান ফেরেন্দোর।
তবে ফরোয়ার্ড লাইনের কথা মাথায় রেখে আগেই চূড়ান্ত করা হয়েছে অজি তারকা জেসন কামিন্স কে। পাশাপাশি ভারতীয় তারকা আনোয়ার আলি কে ও সই করাবে সবুজ-মেরুন ব্রিগেড। সেইসাথে এবার বাগান ম্যানেজমেন্টের নজরে কেরালা ব্লাস্টার্স দলের এক তরুণ প্রতিভা।
তিনি হরমিপাম রুইভা (Ruivah Hormipam)। বিশেষ সূত্র মারফত খবর, বছর বাইশের এই তরুণ ফুটবলার কে দলে টানতে নাকি বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ করেছে মোহনবাগান। তবে সেই চুক্তি এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। মনে করা হচ্ছে এই তরুণ সেন্টার ব্যাক কে ছাড়তে গিয়ে বিরাট অঙ্কের অর্থের পাশাপাশি সোয়াইপ ডিল ও করার কথা ভাবা হবে কেরালা দলের তরফ থেকে। যতদূর জানা গিয়েছে, আগামী ২০২৭ পর্যন্ত এই তারকার সঙ্গে চুক্তি করে রেখেছে কেরালা। তাই এই অবস্থায় মনিপুরের এই দাপুটে ফুটবলার কে পেতে যে বিরাট অর্থ প্রদান করতে হবে সবুজ-মেরুন ব্রিগেড কে তা বলাই চলে।
একটা সময় সাইয়ের ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন এই তারকা ফুটবলার। পরবর্তীতে সাই থেকে মিনার্ভা পাঞ্জাবের যুবদলে নিজের স্থান প্রতিষ্ঠা করেন এই তারকা। গত ১৮-১৯ মরশুমে পাঞ্জাবের এই যুব দলকে লিগ চ্যাম্পিয়ন করতে ও নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রুইভার। পরবর্তীতে ইন্ডিয়ান অ্যারোজ দলের হয়ে আইলিগ খেলার পর, মুম্বাই সিটি এফসি দলের হয়ে আত্মপ্রকাশ করেন হিরো আইএসএলে। বছর খানেক পর গত ২০২১ মরশুমে যোগদান করেন কেরালা ব্লাস্টার্স এফসিতে। তখন থেকে এখনো পর্যন্ত রয়েছেন সেই দলে। গত মরশুমের শেষে তার সাথে চুক্তি বাড়িয়েছে কেরালা। এবার সেই চুক্তি ভেঙে এই তারকা কে দলে টানতে চাইছে মোহনবাগান।