এতদিন জল গরম হচ্ছিল, এখন ভাত ফুটতে শুরু করেছে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই অভিযানে সরগরম রাজ্য। ১৪টি পুরসভায় বুধবার চলে তল্লাশি। এই প্রেক্ষিতে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh) নিশানায় রাজ্য…

এতদিন জল গরম হচ্ছিল, এখন ভাত ফুটতে শুরু করেছে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই অভিযানে সরগরম রাজ্য। ১৪টি পুরসভায় বুধবার চলে তল্লাশি। এই প্রেক্ষিতে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh) নিশানায় রাজ্য সরকার। তিনি বলেন, এতদিন জল গরম হচ্ছিল, এবার ভাত ফুটতে শুরু করেছে।

পশ্চিম মেদিনীপুরের শালবনীতে দলীয় সাংগঠনিক সম্মেলনে এসেছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। জঙ্গলমহলের কর্মীদের পঞ্চায়েত নির্বাচনের আগে প্রস্তুত করার লক্ষ্যে এই বৈঠক বলে জেলা বিজেপি জানিয়েছে। সেখান থেকেই দিলীপ ঘোষ কটাক্ষ করেন রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

দিলীপ ঘোষ বলেন এতদিন সিবিআই যেসব নাম পেয়েছে এবার সেখানে হানা দেবে। সেজন্য ক্ষমতা বাড়িয়েছে। কুড়ি জন অফিসার এসেছে। শেষের দিকে এসেছে তদন্ত। জাল গোটানো শুরু হয়েছে। দেখুন কী হয়। আদালতের নির্দেশে কাজ করছে। চিন্তার কোন কারণ নেই ।অন্যায় না করলে ভয়ের কি আছে? সিবিআই ডাকলে যান, না গেলে কোমরে দড়ি বেঁধে আনবে।

Advertisements

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুবনেশ্বর ও কটক পরিদর্শন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন গতবারের ঘটনায় উনি খয়রাতি করতে মিড ডে মিলের চেক দিয়ে দিয়েছিলেন। এবারে কি করবেন কে জানে! আপনি বালেশ্বরে যাচ্ছেন যান, এখানকার বোমা বন্দুক গুলিকেও দেখুন। রেলওয়ে ও এইমসের থেকে আগত চিকিৎসকদের কাজ করতে দেওয়া হচ্ছে না এখানে বসিয়ে রাখা হচ্ছে।