পূর্ব বর্ধমান জেলার বিডিও অফিসে রুপশ্রী প্রকল্পের আওতায় বেশ কিছু গ্রুপ-C কর্মী নিয়োগ করা হচ্ছে। চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে।
অ্যাকাউন্টট্যান্ট (Accountant) পদে নিয়োগ করা হচ্ছে এবং ৪ টি শূন্যপদ রয়েছে। কমার্স গ্র্যাজুয়েট, কম্পিউটার দক্ষতা এবং ট্যালি জানা থাকতে হবে। সাথে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে।
সর্বোচ্চ ৪০ বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। মাসিক ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদেও নিয়োগ করা হচ্ছে এবং ১২ টি শূন্যপদ রয়েছে। যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি সহ ভালো টাইপিং দক্ষতা এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। সাথে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে। সর্বোচ্চ ৪০ বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। মাসিক ১১,০০০ টাকা বেতন দেওয়া হবে।
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। অনলাইনে আবেদন জানাতে হবে। https://purbabardhaman.nic.in/ লিঙ্কটি ক্লিক করে।
আগামী ৫ জুন, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।