এবার মণিপুরের হিংসার কারণ জানতে তৈরি করা হচ্ছে শান্তি কমিটি। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি জানান, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিটি গঠন ও পরিচালন করা হবে। মণিপুরে যে হিংসা-অশান্তি ছড়িয়েছে, তার কারণ জানার জন্য সিবিআইয়ের বিশেষ দলকে তদন্তভার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিবিআই তদন্তের উপরে নজর রাখবে এই কমিটি।
এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক বৈঠক করে বলেন, “মণিপুরে হিংসার ঘটনা নিয়ে একাধিক সংস্থা তদন্ত করছে। এই তদন্তকারী দলগুলির মধ্যে সমন্বয় তৈরির জন্য একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হবে। এই কমিটির নেতৃত্ব দেবেন সিআরপিএফের অবসরপ্রাপ্ত ডিজি কুলদীপ সিং।”
মণিপুরবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আদালতের নির্দেশ ঘিরে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তার জেরেই হিংসা ছড়িয়েছে।
যাদের কাছে অস্ত্রশস্ত্র রয়েছে, তাদের অনুরোধ করছি আপনারা পুলিশের কাছে অস্ত্র সমর্পণ করুন। আগামিকাল থেকে তল্লাশি অভিযান শুরু হবে এবং সেই সময় যদি কারোর কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, মণিপুরে শিক্ষাব্যবস্থা ও পরীক্ষায় যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্য কেন্দ্রীয় সরকারের কয়েকজন শিক্ষা আধিকারিক ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন। অনলাইন পঠনপাঠন, অনলাইন পরীক্ষা ও দূরশিক্ষার ব্যবস্থা করা হবে।