হাতের কাছে তৃণমূলী বিধায়ককে পেলে কী যে হবে তারই ট্রেলার চলছে মুর্শিদাবাদের (sagardighi) সাগরদিঘিতে। যেখানেই বাইরন বিশ্বাসের (Byron Biswas) ছবি দেখা যাচ্ছে সেখানেই জুতো ছুঁড়ে ক্ষোভ মেটাচ্ছেন এলাকাবাসী। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে (tmc) যোগ দেওয়া বাইরন বিশ্বাস যদিও দাবি করেছেন এলাকায় তাঁর ব্যক্তিগত ভোটের কারণেই জয়ী হয়েছিলেন।
সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে জয়ী হন কংগ্রেস ও বাম জোটের প্রার্থী বাইরন বিশ্বাস। দলত্যাগ করলেও তিনি বিধানসভার তালিকায় কংগ্রেস বিধায়ক হিসেবেই চিহ্নিত। তবে দলত্যাগ করেই বাইরন জানিয়েছেন, তিনি বরাবর তৃ়ণমূলী।
বাইরন এলাকায় ঢুকতে পারবেন না এমনই বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, বাইরনের দনত্যাগ করলেও সাগরদিঘিতে তৃণমূল ফের পরাজিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অধীর বলেন, এক মাঝে শীত যায়না।
এদিকে বাইরন বিশ্বাস কংগ্রেস ছাড়তেই সাগরদিঘি জুড়ে শুরু হয়েছে তীব্র ক্ষোভ। কংগ্রেস সমর্থকরা বাইরনের ছবি পুড়িয়ে, পোস্টারে জুতো মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।
তৃণমূলে যোগ দিতেই বাইরনের নিরাপত্তা আরও বাড়িয়ে দিল রাজ্য সরকার। কংগ্রেসে থাকাকালীন নিরাপত্তার ইস্যুতে বাইরনের সাথে সরকারের সংঘাত তৈরি হয়েছিল।