Asia Cup Controversy: ভারতের পাকিস্তানে খেলতে না চাওয়ার সিদ্ধান্তকে সমর্থন শ্রীলঙ্কার

আসন্ন এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা স্পষ্ট জানিয়ে দেয় যে তারা তাদের দেশে এশিয়া কাপ (Asia Cup) আয়োজন করতে প্রস্তুত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং-এর আগেই এই বিষয়ে পরিষ্কার জানিয়ে দেয় শ্রীলঙ্কা বোর্ড।

Asia Cup Controversy

আসন্ন এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা স্পষ্ট জানিয়ে দেয় যে তারা তাদের দেশে এশিয়া কাপ (Asia Cup) আয়োজন করতে প্রস্তুত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং-এর আগেই এই বিষয়ে পরিষ্কার জানিয়ে দেয় শ্রীলঙ্কা বোর্ড।

শুরুতে জানানো হয় যে এশিয়া কাপ হবে পাকিস্তানে। কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত পাকিস্তানে যাবে না বলে আগেই জানিয়ে দেয়। ফলস্বরূপ প্রতিবেশী দেশ থেকে জানানো হয় যে ভারতে আয়োজিত হতে চলা পঞ্চাশ ওভারের বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান ক্রিকেট।

পিসিবি পরে হাইব্রিড মডেল প্রস্তাব করলেও ভারত তা মনতে রাজি হয়নি। হাইব্রিড মডেল অনুযায়ী পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হলেও ভারতের ম্যাচগুলো হবে কোনো নিরপেক্ষ জায়গায়। তবে ভারত তার দাবিতে অনড়- পাকিস্তানকে কর্তৃত্ব ছাড়তে হবে।

Advertisements

এতকিছুর মাঝে ক্রিকবাজ়ে দেওয়া সাক্ষাৎকারে এসেলসিএর এক আধিকারিক জানান, “শ্রী লঙ্কা পুরোদস্তুর তৈরী আছে। বাকি এসিসি ঠিক করবে।” আরো জানান, “এ বিষয়ে আমরা বিসিসিআইয়ের সাথেই যাবো।”

সূত্র মারফত জানা যাচ্ছে যে, এসিসির কোনো সদস্যের থেকেই কোনো বিষয়ে কোনো সাহায্য বা সমর্থন পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।