অবশেষে খুলে যাচ্ছে রাজ্য সরকারের সব স্কুল। গরমের ছুটি শেষ! স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে ৫ তারিখ থেকে সেকেন্ডারি স্কুল এবং ৭ তারিখ থেকে প্রাথমিকের স্কুল খুলছে। অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল। গত ২ রা মে থেকে ছুটির জন্য যে ক্লাসের ক্ষতি হয়েছে অতিরিক্ত ক্লাস করিয়ে সেই ক্ষতি মেটানোর নির্দেশও দেওয়া হয়েছে।
তীব্র তাপদাহের জেরে রাজ্য জুড়ে গরমের ছুটি ২রা মে থেকে ঘোষণা করে রাজ্য সরকার। প্রায় একমাস ধরে রাজ্যের স্কুলগুলিতে চলছে গরমের ছুটি। তবে এই গরমের ছুটি শেষ হয়ে স্কুল খুলবে কবে? এই প্রশ্নের উত্তর রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে জানতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। এই মর্মে রাজ্য স্লুল শিক্ষা দফতরের কমিশনারকে চিঠি দেয় পর্ষদ।
২রা মে থেকে রাজ্য জুড়ে গরমের ছুটি ঘোষণা করলেও কবে থেকে স্কুল খুলবে তার কোন উল্লেখ ছিল না। তাই এই বিষয়ে অন্ধকারে মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্যে স্কুলগুলি ৫ জুন থেকে খোলার কথা। পর্ষদের আধিকারিকরা মনে করছেন যে প্রায় এক মাস ধরে ছুটির কারণে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে ক্ষতি হচ্ছে। তাই কোন সময় নষ্ট না করে স্কুল খোলার পক্ষে পর্ষদের একাংশ বলে জানা গিয়েছে সূত্র মারফত। মনে করা হচ্ছিল যে আজ অথবা কাল রাজ্য স্কুল শিক্ষা দফতর সিদ্ধান্ত নিতে পারে স্কুল খোলার বিষয়ে। ২রা মের আগে, ১৭ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য রাজ্যজুড়ে গরমের ছুটির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য।