Odisha FC: আরও চার ফুটবলারকে রিলিজ করল ওডিশা, কারা এই তারকা?

দিন কয়েক আগেই নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছে ওডিশা এফসি (Odisha FC)। সেইমতো আগামী ফুটবল মরশুমে দলের দায়িত্ব সামলাবেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। একটা…

Odisha FC

দিন কয়েক আগেই নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছে ওডিশা এফসি (Odisha FC)। সেইমতো আগামী ফুটবল মরশুমে দলের দায়িত্ব সামলাবেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। একটা সময় যার হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি। এমনকি তার কাঁধে ভর করেই সুপার কাপ জিতেছিল এফসি গোয়া দল।

Advertisements

তবে শেষ মরশুমে তিনি চিনের সিচুয়ান এফসির দায়িত্বে থাকলেও শেষ পর্যন্ত ভারতে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার সাথে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের কথাবার্তা অনেকদূর এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জগন্নাথের রাজ্যে পাড়ি দেন তিনি। এরপরই থেকেই ভোল পাল্টেছে ওডিশা ফুটবল দলের।

   

আসলে দলের অধিকাংশ ফুটবল তারকাদের ছাটাই করে নিজের পুরোনো ছাত্রদের দলে ফেরানোর পরিকল্পনা নেন লোবেরা। সেইমতো রানিয়ের ফার্নান্দেজ, পেদ্রো মার্টিন, সউল ক্রেসপো, নন্দকুমার, ধনচন্দ্র ও লালারুথারার মতো খেলোয়াড়দের আগেই ছাটাই করেছিল ওডিশা। যদিও তাদের মধ্যে ক্রেসপো ও নন্দকুমার কে চূড়ান্ত করেছে লাল-হলুদ ব্রিগেড। তবে সেখানেই শেষ নয়। গতকাল তাদের পুরোনো দলের আরও চারজন ফুটবলার কে রিলিজ করে ওডিশা। যাদের মধ্যে রয়েছেন ওসামা মালিক, ডিলান ডিসুজা, অধিনায়ক বিনীত রাই ও রক্ষনভাগের তারকা সেবাস্তিয়ান।

Advertisements

বলতে গেলে এবার আসন্ন মরশুমের কথা মাথায় রেখে দল কে ঢেলে সাজাতে চাইছেন লোবেরা। সেইমতো তার পুরোনো ছাত্রদের মধ্যে অনেকেই আনতে চাইছেন এই দলে। যাদের মধ্যে রয়েছেন মন্দার রাও দেশাই। বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, আসন্ন মরশুমের জন্য তার কাছে ইস্টবেঙ্গলের অফার থাকলেও তা গুরুত্ব না দিয়ে ওডিশায় আসার সিদ্ধান্ত নেন এই গোয়ান ফুটবলার।