Transfer News: গত মরশুমের ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। সেইমতো গত সুপার কাপ শেষ হওয়ার পর থেকেই দলের দেশীয় ফুটবলারের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে দেওয়া হয় বিশেষ নজর। সেইমতো ওডিশা ও চেন্নাইন এফসি থেকে নন্দকুমার শেখর ও ইভান ভান্সপল কে চূড়ান্ত করে ইস্টবেঙ্গল।
তাছাড়া গত মরশুমের অন্যতম দুই তারকা ফুটবলার নাওরেম মহেশ সিং ও ক্লেটন সিলভার আগেই চুক্তি বাড়িয়ে নিয়েছিল দল। তবে বাকি দল গঠনের ক্ষেত্রে ও দেওয়া হতে থাকে বাড়তি নজর। এক্ষেত্রে মুম্বাই সিটি এফসির তারকা ফুটবলার মন্দার রাও দেশাই কে নজরে রেখেছিল ম্যানেজমেন্ট। তবে শেষ রক্ষা হল না।
বিশেষ সূত্র মারফত খবর, ইমামি ইস্টবেঙ্গলের অফারকে প্রত্যাখ্যান করে ওডিশা এফসিতে পাড়ি দিতে চলেছেন এই দেশীয় ফুটবলার। যেখানে দায়িত্ব নিয়েছেন আইএসএল জয়ী স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। চলতি মাসের ৩১ তারিখ মুম্বাই সিটির সঙ্গে চুক্তি শেষ মন্দারের। তারপরেই হয়ত ওডিশার তরফ থেকে ঘোষণা করা হতে পারে এই তারকা ফুটবলারের নাম। গত তিনটি মরশুম মুম্বাই দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই গোয়ান ফুটবলার। গত ২০২০-২১ মরশুমে দলের হয়ে লিগ শিল্ড শিরোপা জেতার পাশাপাশি আইএসএল ট্রফি জেতেন মন্দার রাও দেশাই। পরবর্তীতে দলের ভাইস ক্যাপ্টেন করা হয় তাকে।
এমনকি এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল এই তারকার। সেবার দুটি ম্যাচ জেতার পাশাপাশি একটি ড্র করে শেষ করেছিল রনবীর কাপুরের দল। তবে এবার জগন্নাথের রাজ্যে পাড়ি দেবেন তিনি। সব ঠিকঠাক থাকলে আগামী জুন মাসের প্রথমেই ওডিশার তরফ থেকে ঘোষণা করা হতে পারে মন্দারের নাম।