পাঁচ বারের আইপিএল (IPL 2023) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানসের রাস্তা থেমে গেল কোলিফায়ার ২ তেই। অগত্যা “এল ক্লাসিকো” (মুম্বই বনাম চেন্নাই) দেখা হবে না দর্শকদের। বৃষ্টির কারণে টসই হয় দেরিতে। টসে হেরে আগে ব্যাট করতে নামে গুজরাট টাইটনস। শুরুতে গুজরাটের হয়ে ব্যাটিং করতে নেমে ১৬ বলে ১৮ রান করে ফেরত যান ঋদ্ধিমান সাহা।
সাহার সাথেই ওপেন করতে আসা গিল অবশ্য দর্শকদের উপহার দিলেন এক অতুলনীয় সেঞ্চুরি। মাত্র ৬০ বলে নিখুঁত ক্রিকেট খেলে ১২৯ রান করেন গিল। পরে আকাশ মাধওয়ালের বলে টিম ডেভিদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। উল্টোদিকে সাই সুদর্শনও যথাসাধ্য চেষ্টা করেন। ৩১ বলে ৪৩ রান করেন তিনি। হার্দিক পান্ড্য আজও বিশেষ রান করতে পারেননি, সময়ও পাননি। ১৩ বলে ২৮ রান করে নট আউট থেকেছেন রশিদ খানের সাথে যিনি ২ বলে পাঁচ রান করেছে।
মুম্বইয়ের মাধওয়াল (একটি) এবং চাওলা (একটি) ছাড়া উইকেট কেউ নিতেও পারেনি। ইকনমির দিক থেকে দেখলে এক ডিজিটের ইকনমি আছে কেবল বেহরনডর্ফ (৭.০০) এবং কার্তিকেয়ার (৭.৫০)।
গুজরাটের দেওয়া ২৩৪ রান তাড়া করতে নেমে শুরুতেই নেহাল ওয়াধেরার উইকেট হারায় মুম্বই। ঈশান কিশান খেলার মাঝে চোট পাওয়ায় তাঁর জায়গায় “ইম্প্যাক্ট প্লেয়ার” হয়ে রোহিত শর্মার সাথে ওপেন করতে আসেন নেহাল। তবে ফিরে যান ৩ বলে ৪ রান করে। রোহিত শর্মাও ফিরে যান ৭ বলে ৮ রান করে। ক্যামেরন গ্রীন কনুইতে চোট পাওয়ায় মাঠ থেকে বেড়িয়ে গেলেও পরে এসে ২০ বলে ৩০ রান কর ইনিংস গুটিয়ে বেয়ি যান। এর মাঝে চেষ্টা করেছে বলতে তিলক বর্মা (১৪ বলে ৪৩) এবং সূর্য কুমার যাদব (৩৬ বলে ৬১)। বিষ্ণু বিনোদ (৭ বলে ৫) , ক্রিস জর্ডান (৫ বলে ২) এমনকি টিম ডেভিড (৩ বলে ২)। এর পরে চাওলাও ২ বলে ০ করে প্যাভিলিয়ন ফিরে যান।
মোহিত শর্মার বলে মুম্বইয়ের শেষ উইকেট (কার্তিকেয়া)-ও পড়ে যায়, অর্থাৎ ইনিংস গুটিয়ে যায় ১৭১ রানে। টাইটানসদের হয়ে ৩ ওভারে ৪১ রান দিয়ে মহম্মদ শামি তুলে নেন ২টি উইকেট। রশিদ খানও চার ওভারে ৩৩ রান দিয়ে নেন ২টি উইকেট। তবে ইকনমির দিক থেকে দেখলে মোহিত শর্মা (৪.২৯) তাঁর সেরা খেলাটা খেলেছেন দলের হয়ে।
তবে ম্যাচ শেষে ফ্যাফ ডুপ্লেসির হাত বদলে কমলা টুপি এখন সর্বচ্চ রানের অধিকারী গিলের কাছে। এই আইপিএলে এই নিয়ে তিনটি সেঞ্চুরি হল গিলের। এই রবিবার এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই চেন্নাইয়ের বিরুদ্ধে আবার নামবে গুজরাট , তবে এবার ফাইনাল খেলতে।